মালদা, 1 এপ্রিল: মালদায় চাষের জমি থেকে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ৷ আজ বৈষ্ণবনগর থানার ভগবানপুর গ্রামের এক আখ খেত থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ৷ মৃতের নাম নাসিম আলি (40) ৷ স্থানীয় কাশিমনগরের নামোপাড়ার বাসিন্দা ৷ এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত ছিলেন ৷
এদিন সকালে ভগবানপুর গ্রামে কয়েকজন চাষি আখ খেতে দেহটি পড়ে থাকতে দেখেন ৷ তারাই খবর দেন বৈষ্ণবনগর থানায় ৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় (Dead Body Recover From Sugarcane Cultivation Land) ৷