পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

4 মার্চ মালদা সফরে তৃণমূল নেত্রী, সঙ্গে প্রশান্ত কিশোর ? - TMC members assembly

মালদা সফরে আসছেন তৃণমূল নেত্রী । তার আগে আজ সভাস্থান পরিদর্শন করে জেলা তৃণমূল নেতৃত্ব ।

Leaders exhibited assembly area
সভাস্থল পরিদর্শনে নেতৃবর্গ

By

Published : Feb 19, 2020, 7:03 PM IST

মালদা, 19ফেব্রুয়ারি : 4 মার্চ পুরাতন মালদায় কর্মীসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার আগে আজ দুপুরে সভাস্থান পরিদর্শন করে জেলা তৃণমূল নেতৃত্ব ও প্রশাসনিক কর্তারা ৷

গত পৌরভোটে জেলার দুই পৌরসভা তৃণমূলের দখলে ছিল । কিন্তু, লোকসভা নির্বাচনের নিরিখে ওই দুই পৌরসভার প্রায় প্রতিটি ওয়ার্ডে এগিয়ে ছিল BJP ৷ ওই পৌরসভা দু'টি যাতে হাতছাড়া না হয় তাই এখন থেকেই কোমর বেঁদে নামছে তৃণমূল নেতৃত্ব । আর এবার সেখানে কর্মীসভা করতে আসছেন তৃণমূল নেত্রী । আজ দুপুরে পুরাতন মালদার নিত্যানন্দপুর এলাকার একটি মাঠ পরিদর্শনে যান জেলা তৃণমূলের নেতারা ৷ প্রশাসনের তরফে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(রুরাল) অরিন্দম সরকার, DSP (DNT) শুভতোষ সরকার, মালদা থানার IC শান্তিনাথ পাঁজা সহ অন্য পুলিশ আধিকারিকরা ৷ গত লোকসভা নির্বাচনের আগে অমিত শাহ, শুভেন্দু অধিকারী যে মাঠে সভা করেছিলেন প্রাথমিকভাবে সেই মাঠকেই বেছে নেওয়া হয়েছিল ৷ কিন্তু, সেই মাঠে জল জমে থাকায় স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আপাতত ওই মাঠ থেকে প্রায় এক কিলোমিটার দূরে নিত্যানন্দপুরের একটি মাঠকে বেছে নেওয়া হয়েছে ৷

সভাস্থল পরিদর্শনে জেলা তৃণমূল নেতৃত্ব

সভাস্থল পরিদর্শন করে মৌসম নুর জানান, “৪ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় বুথ ভিত্তিক কর্মীসভা করতে জেলায় আসছেন ৷ সেই কর্মীসভায় শুভেন্দু অধিকারী থাকবেন ৷ দুপুর ১টা নাগাদ আমরা সেই সভা শুরুর সিদ্ধান্ত নিয়েছি ৷ ৩টে নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, নিজের বক্তব্য রাখবেন ৷ আমরা সেই সভার প্রস্তুতি নেওয়া শুরু করেছি ৷ আজ আমরা সভাস্থলের জায়গা পরিদর্শনে এসেছি ৷ পুরাতন মালদায় সভা হবে ৷ সভাতে লক্ষাধিক মানুষের সমাবেশ হবে । সেই অনুযায়ী আমরা সভাস্থান বেছে নেব ৷ প্রতিটি বিধানসভার বুথ থেকে কর্মীরা এই সভাতে যোগ দেবেন ৷ ” মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রশান্ত কিশোর আসতে পারেন বলে শোনা যাচ্ছে ৷ এবিষয়ে তাঁর জানা নেই বলে জানিয়েছেন মৌসম নুর ৷

ABOUT THE AUTHOR

...view details