মালদা, 12 জানুয়ারি : একুশের ভোট যত এগিয়ে আসছে, মালদা জেলায় শাসকদলের গোষ্ঠীকোন্দলের ফাঁকফোকর যেন ততই উন্মুক্ত হচ্ছে । এখনও পর্যন্ত দলের প্রার্থী তালিকা ঘোষণা করা না হলেও ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের দেওয়ালে প্রার্থী হিসেবে নাম উঠে এসেছে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরির । যদিও পুরো নাম নয়, এক্ষেত্রে নামের সংক্ষিপ্তসার ব্যবহার করা হয়েছে । এই ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জেলা তৃণমূলের অন্দরে । এলাকার বর্তমান তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষের দাবি, গোটা বিষয়টি জেলা নেতৃত্বের তরফে রাজ্যকে জানানো হয়েছে । যাঁর নির্দেশে এসব কাজ হয়েছে, তিনি দলকেই হেয় করার চেষ্টা করছেন। এমন ঘটনা দল অনুমোদন করে না বলে কার্যত জানিয়ে দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্বও ।
আরও পড়ুন :জয় শ্রীরাম বলাকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল সংঘর্ষে আহত 6
একুশের ভোটকে কেন্দ্র করে ইংরেজবাজারের মহদিপুর এলাকায় সম্প্রতি তৃণমূলের তরফে দেওয়াল দখল শুরু হয়েছে । কিন্তু প্রতিটি দেওয়ালেই দলের সঙ্গে রয়েছে আরও একটি নাম, কেএনসি । জেলার রাজনীতিতে নামটি কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি বলেই পরিচিত । তবে, এই নিয়ে মহদিপুরের তৃণমূল কর্মীরা সংবাদমাধ্যমকে কিছু বলতে রাজি নয় । তাঁদের বক্তব্য, নির্দেশ অনুযায়ীই তাঁরা এই কাজ করেছে । ফলত প্রবল চাঞ্চল্য শুরু হয়েছে জেলা তৃণমূলের অন্দরে । কারণ, বর্তমানে এই কেন্দ্রের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ । কৃষ্ণেন্দুবাবু এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক । রাজনৈতিক মহল বলছে, আসন্ন ভোটে দলীয় টিকিট যাতে কৃষ্ণেন্দুবাবুই পান, তার জন্য দলের উপর এভাবেই পরোক্ষে চাপ তৈরি করেছে তাঁর অনুগামীরা । কৃষ্ণেন্দুবাবু বলছেন, "কে কী বলল, তাতে কিছু যায় আসে না। মহদিপুরের দলীয় কর্মীরা অনুমতি নিয়েই এভাবে দেওয়াল দখল করেছে। আমি তাঁদের এ নিয়ে জিজ্ঞেস করেছিলাম । তাঁরা বলেছিল, তাঁরা যে কাজ করছে, তার প্রমাণ রাখতেই তাঁরা কোড নাম দিয়ে দেওয়াল দখল করছে । এখানে দলের অনেকেই ঘুমিয়ে রয়েছে । তারা শুধু কার কী কাজ হচ্ছে, কী হচ্ছে না, তার খোঁজ রাখে । তাঁদের মুখে এসব কথা শুনতে রাজি নই । এরা শুভেন্দুর আমলেও এভাবেই থাকত । এরা সব শুভেন্দুর অনুগামী । শুভেন্দু এদের তৈরি করেছে । এরা পার্টি করার লোক নয়, লুটে খাওয়ার দল ।"
দেওয়াল দখলে প্রাক্তন বিধায়কের কোড নাম এদিকে নীহারবাবুর বক্তব্য, "যিনি এই কাজ করেছেন, তিনি দলবিরোধী কাজ করেছেন। এটা দলের আদর্শ ও নীতির মধ্যে পড়ে না । ইতিমধ্যে বিষয়টি জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্বকে জানিয়েছে । কেউ কেউ অন্য দলের মদতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে দুর্বল করার চেষ্টা করছেন । মানুষ সব দেখছে । এটা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরিরই নাম । কোথাও থেকে মদত পেয়ে তাঁর অনুগামীরা এই কাজ করছে। তিনি দলের ক্ষতি করার চেষ্টা করছেন। এখনও কিন্তু দলীয় প্রার্থী তালিকা ঘোষিত হয়নি।"