মালদা, 2 মে : রাজস্থানের কোটা থেকে ঘরে ফিরল মালদার পড়ুয়ারা ৷ আজ ভোর থেকে দফায় দফায় জেলায় ঢুকতে শুরু করেছে তাঁরা ৷ তবে ঘরে ফেরার জন্য এখনও তাঁদের কৃচ্ছসাধন শেষ হয়নি ৷ বর্তমানে মালদা শহরের গৌড়কন্যা বাস টার্মিনাসে তাদের সবার শারীরিক পরীক্ষা চলছে ৷ চলছে লালারসের নমুনা সংগ্রহের কাজও ৷ শুধু পড়ুয়ারাই নয়, লালারস সংগ্রহ করা হচ্ছে তাঁদের সঙ্গে থাকা অভিভাবকদের থেকেও ৷ নিজে বসে থেকে সেই কাজের তদারকি করছেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সহ একাধিক প্রশাসনিক কর্তা ৷
কোরোনা মোকাবিলায় দেশ জুড়ে লকডাউন ঘোষণার পর রাজস্থানের কোটায় পড়াশোনা করা রাজ্যের কয়েক হাজার পড়ুয়া প্রবল সমস্যায় পড়ে গিয়েছিলেন ৷ পড়ুয়রা বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার ট্রেনিং নিতে ভিনরাজ্যে গিয়েছিলেন ৷ লকডাউনে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা সেখানেই আটকে পড়েন ৷ একইসঙ্গে আটকে পড়েন অভিভাবকদের একাংশও ৷ ঘরে ফেরার জন্য পড়ুয়ারা মুখ্যমন্ত্রীকে আবেদন জানান ৷ তাঁদের আবেদনে সাড়া দেন মুখ্যমন্ত্রী ৷ রাজস্থান থেকে সড়কপথে এই রাজ্যের পড়ুয়াদের ঘরে ফেরানোর ব্যবস্থা করে রাজ্য সরকার ৷ গতকাল থেকেই এই পড়ুয়ারা রাজ্যে ফিরতে শুরু করেছে ৷ শিলিগুড়ি হয়ে আজ ভোর থেকে মালদার পড়ুয়াদের নিয়ে ফিরতে শুরু করেছে নয়টি বাস ৷ ইতিমধ্যে সাতটি বাস গৌড়কন্যা বাস টার্মিনাসে এসে পৌঁছেছে ৷ বাকি দুটি বাসও খুব তাড়াতাড়ি শহরে ঢুকে যাবে বলে জানা যাচ্ছে ৷ ভোর থেকেই এই পড়ুয়া ও তাঁদের অভিভাবকদের শারীরিক পরীক্ষা করা হচ্ছে ৷ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সবার লালারসের নমুনাও সংগ্রহ করছেন ৷ খাবার দেওয়ার ব্যবস্থাও করেছে প্রশাসন ৷