পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

স্কুল সাফাই করছে পড়ুয়ারা, দেখা নেই শিক্ষক-শিক্ষিকাদের - teachers are not there on time in school

বাজিতপুর সি এস প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ারা নিজেরাই সাফাই করছে স্কুল । সময়মত এসে প্রতিদিন হাতে তুলে নেয় ঝাড়ু । শিক্ষক-শিক্ষিকারা 11 টা বাজার অনেক পরে আসেন । শিক্ষা ব্যবস্থা শিকেয় উঠেছে ।

Students come to school on time and clean up
সময়মত স্কুলে এসে সাফাই করছে পড়ুয়ারা

By

Published : Jan 18, 2020, 10:26 PM IST

Updated : Jan 21, 2020, 5:37 PM IST

মালদা, ১৮ জানুয়ারি: সকাল 10 টায় স্কুল খুলেছে । পড়ুয়ারা চলে আসে ঠিক সময় । হাতে তুলে নেয় ঝাড়ু । সাফাই করছে স্কুল । ঘড়ির কাঁটা 11 টা পার করেছে । তবু দেখা নেই শিক্ষক শিক্ষিকাদের । এ ঘটনা নিত্যদিনের । মালদার বাজিতপুর সি এস প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা । এমন অভিযোগ আগেও উঠেছিল । খুদে পড়ুয়ারা আবারও অভিযোগ তুলল স্কুল পরিষ্কার করা নিয়ে ।

বাজিতপুর সি এস প্রাথমিক বিদ্যালয়ে আপাতত 124 জন পড়ুয়া রয়েছে । চার জন শিক্ষক এবং এক জন পার্শ্বশিক্ষক । শিক্ষকরাই পড়ুয়াদের স্কুল পরিষ্কারের কথা বলেছেন এমন অভিযোগ তুলেছেন অভিভাবকরাও । স্থানীয় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে যাচ্ছিলেন BDO । পথে এই ঘটনা দেখতেই গাড়ি থেকে নেমে পড়েন । ঘটনাস্থানে সংবাদ মাধ্যমকে দেখতে পেয়ে ফিরে যান ।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় এক বাসিন্দা মহঃ মোবারক হোসেন বলেন, 11 টা বেজে গেছে অথচ স্কুলের কোনও শিক্ষক এসে পৌঁছাননি । এ ঘটনা দিনের পর দিন ঘটছে । স্কুলের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে ।

অন্যদিকে স্কুলের পার্শ্ব শিক্ষিকা কমলা গুহ বলেন, “পৌনে এগারোটায় বাচ্চাদের স্কুলের চাবি দিয়ে আমি ১১টায় স্কুলে চলে আসি । স্কুল খুলে বাচ্চারা নিজে থেকেই স্কুল পরিষ্কার করে । বাচ্চারা স্কুল পরিষ্কার না করলে স্কুল কে পরিষ্কার করবে ? ”

স্কুল সাফাইয়ে ব্যস্ত খুদেরা

১১টা ২০ মিনিটে স্কুলে পৌঁছে প্রধান শিক্ষক জীবন কুমার দাস স্কুল সাফাইয়ের বিষয়ে বলেন, “আমি প্রতিদিনই সময় মতো আসি । আজ আমার মোটরবাইক খারাপ হয়ে যাওয়ায় প্রথমে বাসে, পরে মোটর ভ্যানে করে স্কুলে এসেছি । শিক্ষকরা প্রতিদিনই সময় মতো আসেন ।”

Last Updated : Jan 21, 2020, 5:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details