পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কর্তৃপক্ষ একটি দাবি মানলেও আন্দোলন অব্যাহত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে - গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে অব্যাহত কর্মবিরতি

অস্থায়ী শিক্ষাকর্মীদের লাগাতার কর্মবিরতিতে নমনীয় হতে বাধ্য হল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মেনে নেওয়া হল একটি দাবি। কিন্তু বাকি দাবিগুলো নিয়ে কর্মীদের আন্দোলন অব্যাহত।

gourbanga university
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

By

Published : Nov 29, 2019, 5:39 PM IST

Updated : Nov 29, 2019, 6:15 PM IST


মালদা, ২৯ নভেম্বর : শিক্ষাকর্মীদের লাগাতার কর্মবিরতির জেরে নমনীয় হতে বাধ্য হল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ আন্দোলনকারীদের মূল তিনটি দাবির মধ্যে গতরাতে মেনে নেওয়া হয়েছে একটি দাবি ৷ বাকি দুটি দাবি নিয়ে উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলতে আজ দুপুরে কলকাতা রওনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ৷ তবে এই আন্দোলনে প্রভাব পড়তে পারে বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের কাজে ৷ তেমনটাই মনে করছে বিশ্ববিদ্যালয় কর্মীদের একাংশ ৷


গত ১০ দিন ধরে লাগাতার কর্মবিরতি শুরু করেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী শিক্ষাকর্মীরা ৷ স্থায়ীকরণ, বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী কর্মী নিয়োগের প্রকাশিত বিজ্ঞপ্তি প্রত্যাহার এবং স্থায়ী শিক্ষাকর্মীদের পদোন্নতি মূলত এই তিনটি দাবি নিয়ে তাঁদের এই কর্মবিরতি ৷ এই অন্দোলন শুরু হওয়ার পরেই কলকাতা চলে যান উপাচার্য ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ৷ গত ২৩ নভেম্বর তাঁরা দুজনেই কলকাতায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠকে অংশ নেন ৷ তারপরে ২৭ নভেম্বর পদত্যাগ পত্র জমা দেন উপাচার্য ৷

গতকাল বিশ্ববিদ্যালয় কাজে যোগ দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিপ্লব গিরি ৷ তাঁকে পেয়ে আন্দোলনের সুর বাড়ান আন্দোলনকারীরা ৷ রাত সাড়ে ১১টা পর্যন্ত রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়েই ছিলেন ৷ রেজিস্ট্রার বিপ্লব গিরি জানান, আন্দোলনকারীরা তাঁকে সব দাবি পূরণ করার চাপ দিচ্ছেন ৷ দাবি পূরণ না করতে পারলে তাঁকে পদত্যাগ করার চাপও দেওয়া হচ্ছে ৷ উপাচার্যের নির্দেশ পেয়ে তিনি অস্থায়ী কর্মী নিয়োগের প্রকাশিত বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেন ৷ তিনি আজ সকালে যোগাযোগ করেন উচ্চশিক্ষা দপ্তরে ৷ শিক্ষাকর্মীদের এই কর্মবিরতি যে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজকর্মে বাধা সৃষ্টি করছে তা তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান ৷ কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী তিনি সংশ্লিষ্ট নথিপত্র নিয়ে আজ দুপুরেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷

শিক্ষাকর্মীদের এই আন্দোলন সংগঠিত হচ্ছে তৃণমূল প্রভাবিত সারা বাংলা শিক্ষাবন্ধু সমিতির গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ইউনিটের পরিচালনায় ৷ সংগঠনের পক্ষে সৌমেন্দু রায় আজ বলেন, “আমরা তিনটি দাবি নিয়ে ১০ দিন ধরে কর্মবিরতি করছি ৷ একটি দাবি পূরণ হয়েছে ৷ আমাদের পদোন্নতির বিষয় নিয়ে গতকাল চিঠিচাপাটি হয়েছে ৷ কিন্তু আমাদের মূল দাবি স্থায়ীকরণ ৷ সেই দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে, ততক্ষণ আমাদের কর্মবিরতি চলবে ৷ আর কর্তৃপক্ষ যদি ভেবে থাকে, তাঁরা নিজেদের নিজের মতো গুছিয়ে নিয়েছে তবে তারা ভুল ভাবছেন ৷ কোনও ভাঁওতাবাজি কিংবা কাটমানির ভয়ে আমরা চুপ থাকব না ৷ যদি রেজিস্ট্রার আজ কলকাতা গিয়ে থাকেন, তবে তিনি আমাদের সঙ্গে মিথ্যাচার করেছেন ৷ আজ সকালে তিনি আমাদের সঙ্গে আলোচনায় বসবেন বলে কথা দিয়েছিলেন ৷ আমরা যতদূর জানি, তিনি আরেকটি ইসি’র বৈঠক ডাকার জন্য উচ্চশিক্ষা দপ্তরে আবেদন জানিয়েছিলেন ৷ সেই বৈঠকে আমাদের বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল ৷ আমাদের আশঙ্কা রয়েছে, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আগেও যেমন ফাইল লোপাটের ঘটনা ঘটেছে, এবারও তেমন ঘটনা ঘটতে পারে৷ তাই আমরা সবাই সতর্ক রয়েছি ৷”

কি বলছেন আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের কর্মীরা ? দেখুন সেই ভিডিয়ো


ETV ভারতকে ফোনে রেজিস্ট্রার জানান, তিনি অস্থায়ী শিক্ষাকর্মীদের দাবিগুলি নিয়ে উচ্চশিক্ষা দপ্তরে আলোচনার জন্য যাচ্ছেন৷ কীভাবে এই সমস্যার সমাধান করা যায় তা নিয়ে আলোচনা হবে ৷ দপ্তরের পক্ষ থেকে তাঁকে যে নির্দেশ দেওয়া হবে, তিনি সেভাবেই চলবেন ৷

প্রসঙ্গত উল্লেখ্য যে , দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ার পদটি ফাঁকা রয়েছে৷ পূর্বতন ইঞ্জিনিয়ার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে চলে যাওয়ার পর তাঁর জায়গায় নতুন কোনও নিয়োগ হয়নি ৷ সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কয়েকজন অস্থায়ী কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তার মধ্যে এই পদটিও ছিল ৷ কারণ, দীর্ঘদিন পর সম্প্রতি ৬ কোটি টাকার ফান্ড পেয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ৷ সেই টাকায় নির্মীয়মান বয়েজ ও গার্লস হস্টেলের কাজ শেষ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে ৷ কিন্তু উচ্চশিক্ষা দপ্তর থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ার না থাকলে সেই কাজ করা যাবে না ৷ শিক্ষাকর্মীদের এহেন আন্দোলনে হস্টেলের কাজ ফের বিশ বাঁও জলে চলে গেল বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্মীদেরই একাংশ৷ যদিও এনিয়ে এখনই কেউ সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হয়নি ৷

Last Updated : Nov 29, 2019, 6:15 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details