পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নিরাপত্তাকর্মীদের সামনেই স্টেশনে ভাঙচুর, জখম পুলিশকর্মী

NRC ও CAA-র বিরোধিতায় অশান্ত মালদার ভালুকা রোড ৷ আজ দুপুরেই ভালুকা রোড স্টেশন সংলগ্ন রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে বিক্ষোভকারীরা ৷ ঘটনায় কার্যত নীরব দর্শকের ভূমিকায় দেখা যায় নিরাপত্তাকর্মীদের । নিরাপত্তাকর্মীদের সামনেই স্টেশনে ভাঙচুর করা হয় । গোটা ঘটনায় এক পুলিশকর্মী আহত হয়েছেন ।

NRC
মালদা

By

Published : Dec 15, 2019, 4:43 PM IST

Updated : Dec 15, 2019, 5:36 PM IST

মালদা, 15 ডিসেম্বর : NRC ও CAA-র জেরে উত্তপ্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত ৷ মালদায় হরিশ্চন্দ্রপুরের পর এবার ভালুকা রোড ৷ NRC ও CAA-র প্রতিবাদে আজ ভালুকা রোড স্টেশন সংলগ্ন রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে প্রতিবাদকারীরা ৷ স্টেশনে ভাঙচুর চালানো হয় পুলিশ ও RPF-র উপস্থিতিতেই ৷ গোটা ঘটনায় আহত হয়েছেন এক পুলিশকর্মী । এখনও পর্যন্ত ঘটনায় রেল কর্তৃপক্ষের কোনও মন্তব্য পাওয়া যায়নি ।

ভিডিয়োয় দেখুন কী বলছেন বিক্ষোভকারীরা

NRC ও CAA-র বিরোধিতায় অশান্ত হয়ে উঠেছে রাজ্য ৷ গতকাল কালিয়াচকের চৌরঙ্গি মোড়ে ও হরিশ্চন্দ্রপুর স্টেশনে টায়ার জ্বালিয়ে NRC ও CAA-র বিরোধিতা করতে দেখা যায় প্রতিবাদকারীদের ৷ আজ দুপুরেই ভালুকা রোড স্টেশনে বিক্ষোভ দেখাতে থাকে প্রতিবাদকারীরা ৷ রেললাইনের উপর ও স্টেশন চত্বরে আগুন জ্বালিয়ে চলতে থাকে বিক্ষোভ ৷ ঘটনায় কার্যত নীরব দর্শকের ভূমিকায় দেখা যায় নিরাপত্তাকর্মীদের । নিরাপত্তাকর্মীদের সামনেই স্টেশনে ভাঙচুর করে প্রতিবাদকারীরা । গোটা ঘটনায় এক পুলিশকর্মী আহত হয়েছেন । তাঁকে হরিশ্চন্দ্রপুর স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে ।

CAA-র জেরে অশান্ত মালদার ভালুকা রোড

আরও পড়ুন : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দক্ষিণ 24 পরগনা জুড়ে বিক্ষোভ

আজ ভালুকা রোড স্টেশনে এক বিক্ষোভকারী বলেন, "দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসামি । তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে । ভারত সরকার তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বভার তুলে দিল । আর তিনি দেশ থেকে মুসলিমদের বিতাড়িত করার জন্য CAB লোকসভা ও রাজ্যসভা থেকে পাশ করিয়েছেন । BJP সরকার সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় এসেছে । তার মানে এই নয় অমিত শাহ দেশ থেকে মুসলিমদের বিতাড়িত করতে পারবেন । মুসলিমদের সঙ্গে সমস্ত ধর্মের লোক একজোট হয়ে দেশ স্বাধীন করেছে । আমরা ভারতে শান্তিপূর্ণভাবে থাকতে চাই । আমাদের শান্তিপূর্ণভাবে থাকতে দিন । নাহলে আমরা এমন আন্দোলন সংগঠিত করব আপনারা পৃথিবীর কোনও প্রান্তে জায়গা পাবেন না । আপনারা ভারতের সংবিধান নিয়ে খেলা করছেন । নিরাপত্তা দেওয়ায় আছিলায় আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন না । আমাদের দাবি ভারতের সংবিধান বজায় থাকুক । NRC ও CAA স্থগিত করা হোক । "

Last Updated : Dec 15, 2019, 5:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details