মালদা, 02 সেপ্টেম্বর:গরু পাচারকারীদের বিরুদ্ধে সাক্ষী দিতে গিয়ে আক্রন্ত প্রতিবাদী (cattle smuggling)৷ গুরুতর আহত অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত নুরুল ইসলাম সরকার ৷ যদিও আক্রান্তের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি থানায় ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদায় ৷
অভিযোগ, গ্রামের কিছু বাসিন্দা গরু পাচারে সঙ্গে যুক্ত এই মর্মে একটি অভিযোগ দায়ের হয়েছিল থানায় ৷ তদন্তের স্বার্থে পুলিশ সাক্ষী গ্রহণ করতে আসেন গ্রামে ৷ তবে গ্রামে পুলিশ আসার খরব পেয়েই সেখান থেকে পালিয়ে যায় পাচারকারীরা ৷ পুলিশ সাক্ষী গ্রহণ করতে গেলেও পাচারকারীর ভয়ে কোনও গ্রামবাসী এগিয়ে আসেননি, একমাত্র বছর ছাপান্নর নুরুল ইসলাম সরকার ছাড়া ৷ তিনি সাক্ষী দেন গরু পাচারকারীদের বিরুদ্ধে ৷ এরপরেই তাঁর উপর চাড়াও হন পাচারকারীরা ৷ তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর ছেলেও ৷