পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মালদায় পুলিশের গাড়ি থেকে পালাল আসামি - escaped from police car in Malda

মালদায় পুলিশের গাড়ি থেকে পালাল বিচারাধীন বন্দী ৷ পলাতক ওই বন্দীর খোঁজে চলছে তল্লাশি ৷

মালদা সংশোধনাগার

By

Published : Aug 12, 2019, 6:28 AM IST

মালদা, 12 অগাস্ট : শারীরিক অসুস্থতার কারণে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিজন সেলে চলছিল চিকিৎসা । চিকিৎসা সেরে সংশোধনাগারে ফেরার পথে পুলিশের গাড়ি থেকে পালাল বিচারাধীন বন্দী । পলাতক ওই আসামির খোঁজে চলছে তল্লাশি ।

নাবিউল শেখ (20) । বাড়ি মালদার কালিয়াচক থানার শেরশাহি এলাকায় । মাদক বিক্রির অভিযোগে তাকে চলতি মাসের 8 তারিখ গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ ৷ মালদা জেলা আদালতের নির্দেশে সংশোধনাগারে পাঠানো হয় নাবিউলকে । সেখানে 10 তারিখ হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে ৷ তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে প্রিজন সেলে চিকিৎসা চলে । গতকাল সকালে নাবিউল ও অপর এক বন্দীকে হাসপাতাল থেকে সংশোধনাগারে ফেরত নিয়ে যাওয়া হচ্ছিল ৷ পুলিশ সূত্রে খবর, হাসপাতাল থেকে ফেরার পথে মালদার গৌড় এলাকার কাছে গাড়ি থেকে পালিয়ে যায় নাবিউল । তবে অন্য আসামি পালাতে পারেনি । নাবিউলের খোঁজে ইংরেজবাজার থানার পুলিশ শহরজুড়ে শুরু করেছে তল্লাশি ৷

ABOUT THE AUTHOR

...view details