মালদা, 4 জুন : আগামিকাল জামাই ষষ্ঠী । জামাইকে খুশি করতে খাবারের পাতে মাস্ট ইলিশের টুকরো । আর সেই ইলিশ কিনতে হাত পুড়ছে মালদা শহরবাসীর (Price Hike Affects Jamai Sasthi 2022) ।
আজ মালদা শহরে সকাল থেকেই জামাই ষষ্ঠীর বাজার করতে ভিড় দেখা যায় । যদি আগামিকাল ইলিশ না মেলে সেই ভয়ে বাজারে শুধু ইলিশ কেনার হিড়িক । নেতাজি পৌর বাজারে প্রতি কেজি বাংলার ইলিশ বিকোচ্ছে 2 হাজার টাকায় ৷ কোলাঘাট ও ওড়িশার ইলিশ কিনতে পকেট থেকে খসছে 1200 ও 1000 টাকা করে । তবে জামাইকে খুশি করতে দামের সঙ্গে আপস করতে রাজি নন কেউই ।
আজ সকালে জামাই ষষ্ঠীর বাজার করতে এসেছিলেন রামকৃষ্ণপল্লির শুভ্রাংশু দাস । তিনি বলেন, ''বাঙালির অন্যতম উৎসব জামাই ষষ্ঠী । তার আগে বাজারের অবস্থা খুব খারাপ । বাজারে এসে দেখি দিঘা, মায়ানমার, ডায়মন্ড হারবারের ইলিশ 1400-1500 টাকা প্রতি কেজি । ইলিশ যেন মধ্যবিত্তের ধরা-ছোঁয়ার বাইরে । অন্যান্য দিন চিংড়ি 500-550 টাকা কেজি থাকলেও আজ 1000-1200 টাকা দরে বিক্রি হচ্ছে । এখন মধ্যবিত্তের ঘরে জামাইয়ের পাতে কি পড়বে তা বোঝা মুশকিল । জামাইকে খুশি করতে পকেট থেকে মোটা টাকা খসছে ।''
মালদা শহরের নেতাজি পৌর বাজারে জামাই ষষ্ঠীর আগে ইলিশের দাম আগুন যদিও জামাই ষষ্ঠীর কারণে ইলিশের দাম বাড়েনি বলে দাবি করেছেন এক মাছ বিক্রেতা হীরা মহলদার । তিনি বলেন, ''ইলিশের চাহিদা বেশ ভালই আছে । সাপ্লাইও রয়েছে । আজ বাংলার ইলিশ 2 হাজার টাকা, কোলাঘাটের ইলিশ 1 হাজার 200 টাকা, ওড়িশার ইলিশ 1 হাজার টাকায় বিক্রি হচ্ছে । জামাই ষষ্ঠীর জন্য ইলিশের দাম বেড়েছে এটা বলা ভুল । বছরের এই সময় ইলিশের দাম কম বেশি এরকমই থাকে ।''
আরও পড়ুন : Market Price : জামাই ষষ্ঠীতে দামের লড়াইয়ে মাছ, সবজির সঙ্গে ফলের টক্কর