মালদা, ২ মার্চ : আজই মালদায় পা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পুরাতন মালদার মঙ্গলবাড়িতে অবস্থিত সেচ দপ্তরের অতিথিশালা ‘মহানন্দা ভবন’ আগামী চারদিন তাঁর রাত্রিবাসের ঠিকানা ৷ এখনও পর্যন্ত ঠিক আছে, আগামী ৬ মার্চ সকাল পর্যন্ত তিনি এই জেলাতেই থাকবেন ৷ আগামীকাল যাবেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ৷ সেখানে প্রশাসনিক ও দলীয় সভা করার কথা রয়েছে তাঁর ৷ পরদিন দুপুরে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে দলের সাংগঠনিক সভা করে পুরাতন মালদার ছোটো সুজাপুরেও তিনি একই সভা করবেন ৷ দলনেত্রীর সভা ঘিরে ইতিমধ্যেই কর্মকাণ্ড চলছে পুরাতন মালদার ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাস সংলগ্ন ছোট সুজাপুর গ্রামে ৷
আজই কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত সভায় দলের মালদা জেলা নেতৃত্বকে নিশানা বানিয়েছেন তৃণমূলনেত্রী ৷ সেই সভায় এই জেলার প্রথমসারির প্রায় সব নেতা-নেত্রীই উপস্থিত ছিলেন ৷ সভায় তৃণমূলনেত্রী সাফ জানিয়ে দিয়েছেন, মালদা জেলার অনেক দলীয় নেতা নিজেদের দলের ঊর্ধ্বে মনে করে ৷ এসব তিনি বরদাস্ত করবেন না ৷ যারা দলের থেকে নিজেকে বড় মনে করে, তারা দল ছেড়ে চলে যেতে পারে ৷ নেত্রীর এই বার্তাতেই কার্যত কেঁপে গিয়েছে মালদা জেলা তৃণমূল নেতৃত্ব ৷ আগামী বুধবার ছোট সুজাপুরের সাংগঠনিক সভায় তাঁর মেজাজ কেমন থাকে, তা আগাম মেপে নিতে এখন ব্যস্ত সবাই ৷
গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে মালদায় ওয়ার রুম তৈরি করে নির্বাচন পরিচালনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিধানসভা নির্বাচনে এই জেলা তাঁকে শূণ্য হাতে ফিরিয়েছে ৷ লোকসভা নির্বাচনেও তার ব্যতিক্রম হয়নি ৷ মালদা ও দুই দিনাজপুরে লোকসভা ভোটে ভরাডুবি হয়েছে তাঁর দলের ৷ এবার এগিয়ে আসছে পৌর নির্বাচন ৷ সেই নির্বাচন মিটলেই তোড়জোড় শুরু হয়ে যাবে বিধানসভা নির্বাচনের ৷ এই অবস্থায় এবার মালদায় তাঁর টানা চার রাত্রিযাপন নিয়ে প্রশ্ন উঠেছে জেলার রাজনৈতিক মহলে ৷ সেই মহলের একাংশ মনে করছে, এই ক’দিন ধরে তিন জেলার সব স্তরের নেতৃত্বকে নির্বাচনি দিশা দেখাতে পারেন তিনি ৷ মানুষের সামনে কী কী তুলে ধরতে হবে, কী করা যাবে না, সেসব নিয়ে তিনি বিশেষ নির্দেশ দিতে পারেন ৷ একইসঙ্গে দলের গোষ্ঠীকোন্দল কীভাবে আটকানো যায়, তা নিয়েও তাঁর বার্তা দেওয়ার সম্ভাবনা ৷ তবে দুই নির্বাচনের টিকিট দেওয়া নিয়ে তিনি যে এবার কড়া হবেন, তা তিনি এদিন কলকাতার সভাতেই পরিষ্কার করে দিয়েছেন ৷
কলকাতার সভায় হাজির থাকার জন্য আজ জেলা তৃণমূলের প্রথম সারির কাউকেই জেলায় পাওয়া যায়নি ৷ তবে ফোনে জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নূর জানিয়েছেন, “আগামী বুধবার পুরাতন মালদার ছোট সুজাপুরে নেত্রী বুথ স্তরের সাংগঠনিক সভা করবেন ৷ ওই সভায় দলের ৪০ হাজার নেতৃত্বকে উপস্থিত থাকতে বলা হয়েছে ৷ প্রত্যেকের জন্য পরিচয় পত্রেরও ব্যবস্থা করা হয়েছে ৷ তবে সভায় নির্বাচন নিয়েও নেত্রী কোনও নির্দেশ দিতে পারেন ৷ কীভাবে নির্বাচন পরিচালনা করতে হবে, তা নিয়েও বার্তা দিতে পারেন তিনি ৷”