মালদা, 17 নভেম্বর : চুরি যাওয়া কয়েক লাখ টাকার স্মার্ট ফোন সহ দুই যুবককে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার হওয়া চোরাই মোবাইলগুলি আসল ক্রেতাদের কাছে ফিরিয়ে দিতে সোশাল মিডিয়ার সাহায্য নিতে চলেছে জেলা পুলিশ।
চুরি যাওয়া কয়েক লাখ টাকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার 2 - অলোক রাজোরিয়া
চুরি যাওয়া কয়েক লাখ টাকার মোবাইল উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ ৷ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ৷
মঙ্গলবার দুপুরে ইংরেজবাজার থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, “গত 2 নভেম্বর মালদা শহরের রাজমহল রোড এলাকায় সফাকত হোসেন নামে এক ব্যবসায়ীর দোকান থেকে 30 টি মোবাইল চুরি হয়। সেই ঘটনার FIR করার পরে ইংরেজবাজার থানার পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের পরে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম সাহেব দাস ও দেবব্রত সরকার। সাহেবের বাড়ি ইংরেজবাজারের গয়েশপুরে। দেবব্রত হবিবপুরের ঝিনঝিনপুকুরের বাসিন্দা। ধৃতদের হেপাজত থেকে মোট 48টি মোবাইল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মোবাইলগুলির মধ্যে 39টি নতুন মোবাইল, বাকি 9টি পুরানো মোবাইল। মোবাইলগুলির আনুমানিক বাজার মূল্য 5 লাখ টাকা।
সফাকত হোসেনের দোকান থেকে চুরি যাওয়া মোবাইলগুলির মধ্যে 27টি উদ্ধার হয়েছে। পুলিশ সুপার আরও বলেন, “গত কয়েকদিনে বিভিন্ন থানার পুলিশ বেশ কিছু চোরাই মোবাইল উদ্ধার করেছে। সেই সমস্ত মোবাইলের সমস্ত তথ্য জেলা পুলিশের সোশাল মিডিয়ার পেজে তুলে দেওয়া হবে। যাঁরা ওই মোবাইলগুলির আসল ক্রেতা তাঁরা সেই তথ্য মিলিয়ে পুলিশের কাছে সঠিক নথিপত্র দেখিয়ে নিজেদের মোবাইল নিতে পারবেন।”