পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Police Boatmen Meeting: ইটিভি ভারতের খবরের জের ! মহানন্দায় দুর্ঘটনা এড়াতে মাঝিদের সঙ্গে বৈঠক পুলিশের - মালদা

ইটিভি ভারতের খবরের জের ৷ মহানন্দায় (Mahananda River) ঝুঁকির পারাপার বন্ধ করতে তৎপর পুলিশ প্রশাসন ৷ শুক্রবার এই বিষয়টি নিয়ে মাঝিদের সঙ্গে বৈঠক করল মালদা (Malda) থানার পুলিশ (Police Boatmen Meeting) ৷

Police Boatmen Meeting in Manda to avoid accident on Mahananda River
Police Boatmen Meeting: ইটিভি ভারতের খবরের জের ! মহানন্দায় দুর্ঘটনা এড়াতে মাঝিদের সঙ্গে বৈঠক পুলিশের

By

Published : Jul 22, 2022, 4:06 PM IST

মালদা, 22 জুলাই:জীবনের ঝুঁকি নিয়েই খেয়া পারাপার করছিলেন স্থানীয় বাসিন্দারা ৷ মালদার (Malda) চাঁচলের কানাইপুর ঘাটের এই পরিস্থিতি নিয়ে ইটিভি ভারতে খবর প্রকাশিত হতেই টনক নড়ল পুলিশ প্রশাসনের ৷ মহানন্দায় (Mahananda River) ফেরি পারাপারে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে মাঝিদের সঙ্গে বৈঠক করল পুলিশ (Police Boatmen Meeting) ৷ শুক্রবার মালদা থানায় দু'পক্ষের মধ্যে এ নিয়ে আলোচনা হয় ৷ বৈঠকে পুলিশের তরফে মাঝিদের সতর্ক করা হয় ৷ নৌকায় যাতে অতিরিক্ত যাত্রী তোলা না হয়, সেই বিষয়ে মাঝিদের সর্বদা নিয়ম মেনে এবং প্রশাসনিক নির্দেশিকা অনুযায়ী চলার আবেদন করা হয় ৷ উলটোদিকে, মাঝিরাও নিজেদের বিভিন্ন সমস্যার কথা পুলিশকে জানান ৷ পুলিশের তরফে সেগুলির সমাধানসূত্র বের করার আশ্বাস দেওয়া হয়েছে ৷

এদিনের এই বৈঠক সম্পর্কে মালদা থানার আইসি বলেন, "ইতিমধ্যেই বর্ষা চলে এসেছে ৷ ফলে এখন মহানন্দায় জল বাড়ার সম্ভাবনা রয়েছে ৷ যাত্রীদের নিরাপত্তায় মাঝিদের নিয়ে আমরা বৈঠক করলাম ৷ বেশ কয়েকটি প্রশাসনিক নির্দেশিকা তাঁদের মেনে চলতে বলা হয়েছে ৷ তার মধ্যে রয়েছে অতিরিক্ত যাত্রী বহন না করা, প্রতিটি নৌকায় যাত্রী নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা রাখা, নির্দিষ্ট সময়ের পর সন্ধেয় নৌকায় যাত্রী পারাপার না করা ইত্যাদি ৷ বৈঠকে মাঝিরাও নিজেদের নানা সমস্যার কথা জানিয়েছেন ৷ মাঝেমধ্যে তাঁদের যাত্রী বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে ৷ সেকথা আমাদের জানিয়েছেন ৷ আমরা তাই ঘাটগুলিতে সিভিক ভলান্টিয়ার নিয়োগের কথা ভাবছি ৷"

যাত্রীদের নিরাপত্তায় জোর ৷

আরও পড়ুন:Mahananda River: ন'জনের সলিল সমাধির ছবি টাটকা ! তবু নিরাপত্তা ছাড়াই মহানন্দায় চলছে নৌকায় যাত্রী পারাপার

তিন বছর আগে শুধুমাত্র নৌকায় যাত্রী নিরাপত্তার ব্যবস্থা না থাকায় চাঁচলের জগন্নাথপুর ঘাটের কাছে মহানন্দায় সলিল সমাধি হয়েছিল ন'জনের ৷ তারপরও চাঁচল-2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের কানাইপুর ঘাটে ঝুঁকি নিয়ে যাত্রীদের মহানন্দা পারাপার করতে হচ্ছে ৷ বৃহস্পতিবারই এ নিয়ে ইটিভি ভারতে খবর প্রকাশিত হয় ৷

ABOUT THE AUTHOR

...view details