মালদা, 27 ডিসেম্বর: গ্রেফতার করা হল শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বিজেপি নেতা কাজল গোস্বামীকে (Police arrest a BJP leader close to Suvendu Adhikari )। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দশ বছর আগের একটি চেক বাউন্সের ঘটনার জেরেই গ্রেফতার করা হয়েছে তাঁকে । যদিও এবিষয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য পুলিশের তরফে পাওয়া যায়নি । অন্যদিকে কাজলবাবুর দাবি, রাজনৈতিক শত্রুতার জেরেই পৌরসভা নির্বাচনের আগে তাঁকে এভাবে হেনস্থা করা হচ্ছে ।
জেলায় বরাবরই শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত কাজল গোস্বামী । এমনকি শুভেন্দুবাবুর বিজেপিতে যোগদানের আগেই গেরুয়া পোশাকে শুভেন্দুবাবুর পোস্টার শহরে লাগিয়ে হইচই ফেলে দিয়েছিলেন এই কাজলবাবুই । পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় 10 বছর আগে একটি চেক বাউন্সের ঘটনার জেরে কলকাতায় কাজলবাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । সেই ঘটনার জেরেই এতদিন পর কাজলবাবুর বিরুদ্ধে জারি করা একটি গ্রেফতারি পরোয়ানা এসে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশের কাছে ।