পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সময়ের পর কেন্দ্রে ঢুকতে না দেওয়ায় পুলিশকর্মী ও পরীক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি - মালদায় আক্রান্ত পুলিশকর্মী

নির্ধারিত সময়ের পর পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা পৌঁছালে তাঁদের ঢুকতে দেওয়া হয়নি । এনিয়ে আজ পুলিশকর্মী ও পরীক্ষার্থীদের মধ্যে বচসা বাধে ৷ ধস্তাধস্তিতে জখম হন এক পুলিশকর্মী ৷ মালদা গার্লস স্কুলের ঘটনা ৷

মালদা

By

Published : Nov 24, 2019, 5:43 PM IST

Updated : Nov 24, 2019, 7:04 PM IST

মালদা, 24 নভেম্বর : নির্ধারিত সময়ের পর পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি না দেওয়ায় পুলিশকর্মী ও পরীক্ষার্থীদের মধ্যে বচসা ও ধস্তাধস্তি হয় ৷ এই ঘটনায় জখম হন এক পুলিশকর্মী ৷ রবিবার মালদার উইমেন্স কলেজ রোড এলাকায় মালদা গার্লস স্কুলের ঘটনা ৷

আরও পড়ুন : পার্শ্বশিক্ষকদের অনুপস্থিতির হিসেব তলব স্কুল শিক্ষা দপ্তরের

আজ জেলার 39 টি স্কুলে আবগারি দপ্তরের নিয়োগ পরীক্ষা ছিল ৷ পরীক্ষার সিট পড়েছিল মালদা গার্লস স্কুলেও । পরীক্ষাকেন্দ্রে প্রবেশের শেষ সময় ছিল বেলা সাড়ে এগারোটা । কয়েকজন পরীক্ষার্থী নির্ধারিত সময়ের পর পরীক্ষাকেন্দ্রে পৌঁছান ৷ সময় পেরিয়ে যাওয়ায় কর্তব্যরত পুলিশকর্মীরা তাঁদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি দেননি ৷ এরপরেই পরীক্ষার্থী ও পুলিশকর্মীদের মধ্যে বচসা বাধে ৷ শুরু হয় ধস্তাধস্তি ৷ এই ঘটনায় জখম হন মানবী রায় নামে এক পুলিশকর্মী ৷

আরও পড়ুন : পুলিশের সামনে সাপ নিয়ে খেলা দেখিয়ে পালাল 'মোস্ট ওয়ান্টেড' স্মাগলার

মোথাবাড়ি থেকে পরীক্ষা দিতে এসেছিলেন সোনা পারভিন ৷ তিনি জানান, তিনি 11 টা 35 মিনিটে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান ৷ কিন্তু তাঁকে ঢুকতে দেয়নি পুলিশ । তাঁর অভিযোগ, "আমার অ্যাডমিট কার্ড সহ অন্যান্য নথি কেড়ে নিয়ে আমাকে মারধর করা হয় । ওই পুলিশকর্মীদের জন্য আমি পরীক্ষা দিতে পারিনি । শুধু আমি নই, অনেকেই দেরিতে আসায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি পাননি ৷ আমাকে থানায় নিয়ে যাওয়ার হুমকিও দেয় মহিলা পুলিশকর্মীরা ।"

দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : সরকারি স্কুলের পোশাকে পদ্ম, প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের

জখম পুলিশকর্মী মানবী রায় বলেন," সাড়ে এগারোটার পর পরীক্ষার্থীদের ঢুকতে না দেওয়ার নির্দেশ ছিল । কিছু পরীক্ষার্থী নির্ধারিত সময়ের পরে এসে জোর করে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে যাচ্ছিল । ধাক্কাধাক্কিতে আমি জখম হই । "

Last Updated : Nov 24, 2019, 7:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details