পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মালদায় প্রায় 80 লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার 3 - মালদায় ফেনসিডিল উদ্ধার

মালদা থানার পুলিশ গত তিন দিনে 47 হাজার 500 বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ৷ পাচারে জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷

phensidyl recovered in malda
ফেনসিডিল উদ্ধার

By

Published : Jul 3, 2020, 3:08 AM IST

মালদা, 2 জুলাই : নিষিদ্ধ ফেনসিডিল পাচারচক্রের হদিশ মিলল মালদায় ৷ গত তিনদিনে 47 হাজার 500 বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জেলা পুলিশ ৷ যার বাজারমূল্য 80 লাখ 60 হাজার 725 টাকা ৷ পাচারচক্রের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ 30 জুন পুরাতন মালদার চরকাদিরপুর বাইপাস সংলগ্ন এলাকায় হানা দিয়ে একটি গাড়ি আটক করে ৷ গাড়ি থেকে উদ্ধার হয় 10 হাজার বোতল নিষিদ্ধ ফেনসিডিল ৷ গ্রেপ্তার করা হয় জুগনু মাহাত (46) ও কৃষ্ণ হালদারকে (32) ৷ তারা দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা ৷

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সামনে আসে কালিয়াচকের আরও একজনের নাম ৷ গতরাতে হানা দিয়ে আসিরুল শেখ (21) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় ৷ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে কালিয়াচকের আলিপুর এলাকায় একটি গোডাউনের হদিশ মেলে ৷ আজ মালদা থানার পুলিশ কালিয়াচক থানার সহযোগিতায় ওই গোডাউনে হানা দিয়ে 37 হাজার 500 বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে ৷

অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) হোসেন মেহেদি রহমান বলেন, তথ্যের ভিত্তিতে মালদা থানার পুলিশ বাইপাস সংলগ্ন এলাকায় হানা দিয়ে একটি গাড়ি আটক করে ৷ সেই গাড়ি থেকে 10 হাজার বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার হয় ৷ ওই ঘটনায় গ্রেপ্তার করা হয় দু'জনকে ৷ জিজ্ঞাসাবাদে কয়েকজনের নাম পাওয়া যায় ৷ সেই তথ্যের ভিত্তিতে গতরাতে আরও একজনকে গ্রেপ্তার করা হয় ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে কালিয়চকে একটি গোডাউনের হদিশ মেলে ৷ আজ ওই গোডাউনে হানা দিয়ে 37 হাজার 500 বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার হয় ৷ গোডাউন থেকে উদ্ধার হওয়া ফেনসিডিলের বাজারমূল্য 63 লাখ 63 হাজার 375 টাকা ৷ সব মিলিয়ে গত তিন দিনে 47 হাজার 500 বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে ৷ যার বাজারমূল্য 80 লাখ 60 হাজার 725 টাকা ৷ মাদক পাচার রুখতে জেলা পুলিশ ক্রমাগত কাজ করছে ৷

ABOUT THE AUTHOR

...view details