মালদা, 25 অক্টোবর : এক বাসচালকের জামিন না হওয়ায় গতকাল থেকে মালদা জেলার সমস্ত রুটে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বাস ধর্মঘট শুরু করেছে পরিবহন শ্রমিক ইউনিয়নগুলি ৷ গতকাল সকাল থেকে জেলার কোথাও কোনও বেসরকারি বাস চলাচল করেনি ৷ ফলে দিনভর দুর্ভোগ পোহালেন যাত্রীরা ৷ মালদা শহরের রথবাড়ি মোড়, সুকান্ত মোড়, গৌড়কন্যা বাস টার্মিনাসে বাসের জন্য হাপিত্যেশ করে বসে থাকতে দেখা যায় সাধারণ মানুষকে ৷ সরকারি বাস চলাচল করলেও তা ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম ৷ গতকাল ভিন জেলার বেসরকারি বাসগুলিকেও জেলায় ঢুকতে দেওয়া হয়নি ৷ সুযোগ বুঝে চড়া ভাড়া হাঁকতে দেখা যায় ছোটো গাড়িগুলিকে ৷
মালদায় বাস ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা - যাত্রী ভোগান্তি
কয়েকদিন আগে মালদা-নালাগোলা রুটের একটি বেসরকারি বাস দুর্ঘটনার কবলে পড়ে৷ পুলিশ ওই বাসচালককে গ্রেপ্তার করে ৷ চালকের বিরুদ্ধে পুলিশের তরফ থেকে 308 ধারায় মামলা দায়ের করা হয় ৷ ফলে আদালত থেকে দুর্ঘটনাগ্রস্ত বাসচালক জামিন পাননি ৷ এরই প্রতিবাদে গতকাল থেকে জেলাজুড়ে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বাস ধর্মঘটের ডাক দেয় বিভিন্ন পরিবহন সংগঠনগুলি ৷
জানা গেছে, কয়েকদিন আগে মালদা-নালাগোলা রুটের একটি বেসরকারি বাস দুর্ঘটনার কবলে পড়ে৷ পুলিশ ওই বাসচালককে গ্রেপ্তার করে ৷ চালকের বিরুদ্ধে পুলিশের তরফ থেকে 308 ধারায় মামলা দায়ের করা হয় ৷ ফলে আদালত থেকে দুর্ঘটনাগ্রস্ত বাসচালক জামিন পাননি ৷ এরই প্রতিবাদে গতকাল থেকে জেলাজুড়ে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বাস ধর্মঘটের ডাক দেয় বিভিন্ন পরিবহন সংগঠনগুলি ৷
এপ্রসঙ্গে তৃণমূল পরিবহন শ্রমিক সংগঠনের নেতা রতন রায় বলেন, “19 সেপ্টেম্বর মালদা থেকে নালাগোলাগামী একটি বেসরকারি বাস দুর্ঘটনার মুখে পড়ে ৷ 15 অক্টোবর ওই বাসের চালক হবিবপুর থানায় আত্মসমর্পণ করেন ৷ সেদিনই ওই বাসচালককে জেলা আদালতে পেশ করা হয় ৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় আইনের 308, 307, 337 ও 279 ধারায় মামলা রুজু করা হয় ৷ আদালত ওই চালকের জামিনের আবেদন নামঞ্জুর করে ৷ আমাদের প্রশ্ন, দুর্ঘটনাগ্রস্ত কোনও চালকের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হলে সেই চালক তো আর গাড়ি চালাবেন না ৷ তিনি নিশ্চয় খুনের উদ্দেশ্যে গাড়ি চালাননি ৷ আমাদের দাবি, ওই বাসচালককে দ্রুত জামিন দিতে হবে এবং চালকদের বিরুদ্ধে 308 ও 307 ধারা প্রয়োগ অবিলম্বে বন্ধ করতে হবে ৷ শুধু তাই নয়, কোনও দুর্ঘটনাগ্রস্ত চালকের বিরুদ্ধে 304 ধারা কখনও প্রয়োগ করা যাবে না ৷ এই সব দাবিতে বৃহস্পতিবার থেকে আমরা কর্মবিরতি পালন করছি ৷”