পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে 4 মাসের মাথায় পার্ট ওয়ান ও পার্ট টু'র ফল প্রকাশ - with in four month

4 মাসের মাথায় প্রকাশিত হল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পার্ট ওয়ান ও পার্ট টু'র ফল। এবারে ছাত্রদের তুলনায় ছাত্রীরা ভালো ফল করেছেন।

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে পার্ট ওয়ান ও পার্ট টু'র ফল প্রকাশ

By

Published : Apr 5, 2019, 1:32 PM IST

Updated : Apr 5, 2019, 3:29 PM IST

মালদা, 5 এপ্রিল : গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2018র অনার্স স্তরের পার্ট ওয়ান ও পার্ট টু'র ফল প্রকাশিত হয়। গতকাল সেই ঘোষণা করেন উপাচার্য স্বাগত সেন।

তিনি জানান, পার্ট ওয়ানে এবার (নতুন সিলেবাস) পাশের হার 68.63 শতাংশ। এর মধ্যে ছাত্রদের পাশের হার 65.89 শতাংশ এবং ছাত্রীদের পাশের হার 71.12 শতাংশ। গতবছরও পাশের হার প্রায় একই ছিল। সেবার পাশের হার ছিল 68.88 শতাংশ। অর্থাৎ এবার পাশের হার সামান্য কিছু কমেছে। এবার পার্ট ওয়ানে মোট 33 হাজার 679 জন পরীক্ষার্থী ছিলেন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ছিল 16 হাজার 45 জন, ছাত্রীর সংখ্যা 17 হাজার 634 জন। পার্ট ওয়ানে ফেল করেছেন 10 হাজার 566 জন ছাত্রছাত্রী। পুরোনো সিলেবাসে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 175 জন। এরমধ্যে 89 জন ছাত্র ও 86 জন ছাত্রী। এক্ষেত্রে পাশের হার 98.86 শতাংশ। ছাত্রদের পাশের হার 98.88 শতাংশ ও ছাত্রীদের পাশের হার 98.84 শতাংশ। পার্ট টুয়ে এবার নতুন সিলেবাসে পরীক্ষা দিয়েছিলেন 19 হাজার 335 জন পড়ুয়া। এর মধ্যে ছাত্র ছিলেন 8757 জন। ছাত্রীর সংখ্যা ছিল 10 হাজার 578 জন। নতুন সিলেবাসে পাশের হার 83.05 শতাংশ। ছাত্রদের পাশের হার 80.50 শতাংশ। ছাত্রীদের ক্ষেত্রে সেই হার 85.16 শতাংশ। ফেলের সংখ্যা 3278। পার্ট টুয়ের পুরোনো সিলেবাসে মোট পরীক্ষার্থীর সংখ্যা 1233জন। ছাত্রের সংখ্যা 698 জন। ছাত্রীর সংখ্যা 539 জন। পাশের হার 89.62 শতাংশ। এক্ষেত্রে ফেল করেছেন মোট 128 জন পড়ুয়া। উপাচার্য জানান, এবার দুই ক্ষেত্রেই ছাত্রদের তুলনায় ছাত্রীদের ফল ভালো হয়েছে। নভেম্বরের মাঝামাঝি সময় পরীক্ষা শেষ হয়েছিল। অর্থাৎ চার মাসের মাথায় পরীক্ষার ফল প্রকাশ করা হল।

ভিডিয়োয় দেখুন
বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অব এগজ়ামিনেশন শ্যামাপদ মণ্ডল জানান, বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ 25টি কলেজের মধ্যে পার্ট ওয়ানে সবচেয়ে ভালো ফল করেছে কালিয়াগঞ্জ কলেজ। ওই কলেজে পাশের হার 84.69 শতাংশ। সবচেয়ে খারাপ ফল হয়েছে বৈষ্ণবনগরের সাউথ মালদা কলেজের। সেখানে পাশের হার 39.75 শতাংশ। পার্ট টুয়ে সবচেয়ে ভালো ফল হয়েছে হরিরামপুরের দেওয়ান আবদুল গণি কলেজের। এই কলেজের পাশের হার 93.89 শতাংশ। পার্ট টুয়ে ফলের ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে রয়েছে হরিশ্চন্দ্রপুর কলেজ। এই কলেজে পাশের হার 65.85 শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের তরফে গতকালই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত হয় ফল। একই সঙ্গেই প্রতিটি কলেজে ফলাফল মেইল করে পাঠানো হয়েছে। আগামী সোমবার ছাত্রছাত্রীরা নিজেদের কলেজ থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন।

Last Updated : Apr 5, 2019, 3:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details