মালদা, 29 সেপ্টেম্বর: দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করেছিল জেলা আইএনটিটিইউসি (Several People Injured in a Accident in Malda) ৷ সেই সভা শেষ ফেরার পথে দুর্ঘটনা ৷ সভা ফেরত তৃণমূল কর্মীদের সঙ্গে টোটোর সংঘর্ষ হয় ৷ তাতেই মৃত্যু হয় 11 বছরের এক নাবালকের ৷ আহত হয়েছেন 7 তৃণমূল সমর্থক ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে রতুয়া 2 নম্বর ব্লকের শ্রীপুর এলাকায় ৷
পেট্রোপণ্য সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশছোঁয়া মৃল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল রতুয়ায় জেলা আইএনটিটিইউসির তরফে এই প্রতিবাদ সভা ডাকা হয়েছিল ৷ সভা শেষে রাতে টোটোয় বাড়ি ফিরছিলেন স্থানীয় পুখুরিয়া সংলগ্ন খিরিয়া গ্রামের বেশ কয়েকজন ৷ রাস্তায় দ্রুতগতিতে আসা একটি গাড়ি টোটোটিকে ধাক্কা মারে ৷ তাজেই আহত হন সভা ফেরত কর্মী সমর্থকরা ৷ দুর্ঘটনার আওয়াজ শুনে স্থানীয়রাই এগিয়ে এসে উদ্ধার কার্যে হাত দেন ৷ আহতদের উদ্ধার করে প্রথমে মালতিপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ৷ সেখান থেকে গুরুতর আহত অবস্থায় শেখ সোনাদ্রি (25), জুরাজ নবি (22), মেহবুব আলম (11) ও খাবিমুল ইসলাম (10) কে মালদা মেডিক্যালে রেফার করা হয় ৷ রাতে মালদা মেডিক্যালে মারা যায় মেহবুব ৷