পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Old Man Missing: নার্সিংহোম থেকে উধাও বৃদ্ধ রোগী ! পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ পরিবার

মধ্য রাতে মালদা শহরের একটি নার্সিংহোম (Malda Nursing Home) থেকে উধাও হয়ে গেলেন বৃদ্ধ রোগী (Old Man Missing) ! দায় নিতে নারাজ নার্সিংহোম কর্তৃপক্ষ ৷ পুলিশের বিরুদ্ধেও উঠছে অসহযোগিতার অভিযোগ ৷

Old Man Missing from a Malda Nursing Home sparks controversy
Old Man Missing: নার্সিংহোম থেকে উধাও বৃদ্ধ রোগী ! পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ পরিবার

By

Published : Sep 16, 2022, 7:30 PM IST

মালদা, 16 সেপ্টেম্বর: মালদা শহরের নার্সিংহোম (Malda Nursing Home) থেকে উধাও চিকিৎসাধীন বৃদ্ধ (Old Man Missing) ! তাঁর এক ছেলের অভিযোগ, এই বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ জানাতে গেলে কর্তব্যরত পুলিশ আধিকারিক তাঁর বয়ানে অভিযোগ জমা নিতে রাজি হননি ৷ শেষ পর্যন্ত ওই পুলিশ আধিকারিক নিজের মতো করে বয়ান লিখিয়ে নেন এবং তারপরই অভিযোগ জমা নেওয়া হয় ৷

অন্যদিকে, সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষের বক্তব্য হল, ইতিমধ্যেই ইংরেজবাজার থানায় সমস্ত ঘটনা জানানো হয়েছে ৷ ওই বৃদ্ধ নার্সিংহোম থেকে কোথায় গিয়েছেন, তা তাদের জানা নেই বলেও দাবি করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ ৷ ঘটনায় ইংরেজবাজার থানার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

নিখোঁজ বৃদ্ধের নাম ইরফান আলি ৷ বয়স 61 বছর ৷ বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুরের মিলনগড় সংলগ্ন কাননপাড়া গ্রামে ৷ তাঁর ছেলে আলফাজউদ্দিনের বক্তব্য, "গত 11 সেপ্টেম্বর বাবার পেটে যন্ত্রণা শুরু হয় ৷ সঙ্গে জ্বর আসে ৷ সেদিনই আমরা তাঁকে হরিশ্চন্দ্রপুরের মশালদহ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করি ৷ সেখানে দু'দিন চিকিৎসার পর গত 13 তারিখ তাঁকে মালদা শহরের একটি নার্সিংহোমে ভর্তি করি ৷ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বাবা ভালোই ছিলেন ৷ রাত 12টা নাগাদ বাবার পেটে প্রবল ব্যথা শুরু হয় ৷ নার্সিংহোম কর্তৃপক্ষ আমাদের ইনজেকশন আর ট্যাবলেট কিনে আনতে বলে ৷ এরপর আমাদের একতলার ওয়েটিং রুমে অপেক্ষা করতে বলা হয় ৷ রাত দেড়টা নাগাদ তারা জানায়, আমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ! নার্সিংহোম থেকে চিকিৎসাধীন রোগী কীভাবে বেরিয়ে চলে যেতে পারেন, সেটা আমার মাথায় ঢুকছে না ৷ নার্সিংহোম কর্তৃপক্ষ বলছে, আমার বাবা নাকি পাগল ! তারা এত দেরিতে সেকথা আমাদের বলছে কেন ? কারও পেট ব্যথা আর জ্বর হলে সে কি পাগল হয়ে যায় ? নার্সিংহোমের তরফে বলা হয়েছিল, বাবার কিডনিতে পাথর রয়েছে ৷ গল ব্লাডারেও সংক্রমণ রয়েছে ৷ আমরা আজ ইংরেজবাজার থানায় এ নিয়ে লিখিত অভিযোগ জানাতে যাই ৷ আমরা সঠিক ঘটনাই অভিযোগপত্রে লিখেছিলাম ৷ কিন্তু, কর্তব্যরত পুলিশ অফিসার আমাদের বলেন, ওভাবে লেখা অভিযোগ তিনি জমা নেবেন না ! আমাদের লিখতে হবে, বাবা নার্সিংহোম থেকে বেরিয়ে গিয়েছেন ৷ এভাবেই চাপ দিয়ে পুলিশ আমাদের কাছ থেকে নিজেদের বয়ানে অভিযোগপত্র লিখিয়ে নিয়েছে ৷ আমরা বাবার সন্ধান চাই ৷" একই বক্তব্য শোনা গিয়েছে ইরফানের আর এক ছেলে আসরফউল হকের গলাতেও ৷

নার্সিংহোম ও পুলিশের ভূমিকায় বাড়ছে ক্ষোভ ৷

আরও পড়ুন:স্কুলে বেরিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্র, 6 দিন পর থানার দ্বারস্থ পরিবার

অন্যদিকে, শুক্রবার নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে জানানো হয়, বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন ওই বৃদ্ধ নার্সিংহোম থেকে নিখোঁজ হয়ে যান ! তাঁর পরিবারের সদস্যরা সবই জানেন ৷ সমস্ত ঘটনা ইংরেজবাজার থানায় জানানো হয়েছে ৷ এদিকে, ইংরেজবাজার থানার কর্তব্যরত পুলিশ আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানান, সংবাদমাধ্যমের কাছ থেকেই তিনি বিষয়টি প্রথম জানলেন ! এ নিয়ে খোঁজ খবর করে দেখবেন ৷

ABOUT THE AUTHOR

...view details