মালদা, 17 অগস্ট : পরিবারে চরম আর্থিক অনটন। তার জেরেই মানসিক অবসাদে ভুগছিলেন বেশ কিছুদিন ধরে ৷ অবশেষে ন’বছরের মেয়েকে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন মা (Woman And Daughter Died Due to Financial Crisis)। কালিয়াচক 1 নম্বর ব্লকের সুলতানগঞ্জ রেলগেট এলাকায় মঙ্গলবার ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । পরে রেল পুলিশ মা ও মেয়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠায়।
মৃত বধূর নাম কাজল ঘোষ (25)। পারিবারিক সূত্রে খবর, কয়েক বছর আগে দুর্ঘটনায় মারা গিয়েছেন কাজলের স্বামী । তারপর থেকে মেয়ে প্রীতিকাকে নিয়ে কালিয়াচক 3 নম্বর ব্লকের ভবানীপুর গ্রামে বাপের বাড়িতেই থাকতেন । বাবা গৌর ঘোষ পেশায় দিনমজুর । বেশ কিছুদিন ধরে ঠিকমতো কাজ পাচ্ছিলেন না তিনি। সংসারে থাবা বসিয়েছে আর্থিক অনটন। তার জেরেই মানসিক টানাপোড়েনে ভুগছিলেন কাজল। অবশেষে গতকাল রাতে মেয়েকে নিয়ে আত্মহননের সিদ্ধান্ত নেন তিনি।