পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Malda Incident আর্থিক অনটনে মেয়েকে নিয়ে আত্মঘাতী মা - Woman And Daughter Died Due to Financial Crisis

মালদার কালিয়াচকে মেয়েকে নিয়ে আত্মঘাতী মা (Women Died by Suicide)৷ ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন বছর 25-এর ওই মহিলা ৷ প্রাথমিক ভাবে অনুমান আর্থিক অনটনে আত্মঘাতী হয়ছেন তিনি ৷

Women Died by Suicide
মেয়েকে নিয়ে আত্মঘাতী মা

By

Published : Aug 17, 2022, 12:57 PM IST

মালদা, 17 অগস্ট : পরিবারে চরম আর্থিক অনটন। তার জেরেই মানসিক অবসাদে ভুগছিলেন বেশ কিছুদিন ধরে ৷ অবশেষে ন’বছরের মেয়েকে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন মা (Woman And Daughter Died Due to Financial Crisis)। কালিয়াচক 1 নম্বর ব্লকের সুলতানগঞ্জ রেলগেট এলাকায় মঙ্গলবার ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । পরে রেল পুলিশ মা ও মেয়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠায়।

মৃত বধূর নাম কাজল ঘোষ (25)। পারিবারিক সূত্রে খবর, কয়েক বছর আগে দুর্ঘটনায় মারা গিয়েছেন কাজলের স্বামী । তারপর থেকে মেয়ে প্রীতিকাকে নিয়ে কালিয়াচক 3 নম্বর ব্লকের ভবানীপুর গ্রামে বাপের বাড়িতেই থাকতেন । বাবা গৌর ঘোষ পেশায় দিনমজুর । বেশ কিছুদিন ধরে ঠিকমতো কাজ পাচ্ছিলেন না তিনি। সংসারে থাবা বসিয়েছে আর্থিক অনটন। তার জেরেই মানসিক টানাপোড়েনে ভুগছিলেন কাজল। অবশেষে গতকাল রাতে মেয়েকে নিয়ে আত্মহননের সিদ্ধান্ত নেন তিনি।

আর্থিক অনটনে মেয়েকে নিয়ে আত্মঘাতী মা

আরও পড়ুন:বিয়ে হয়েছে সবে দু'মাস, ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবতীর

স্থানীয় ভবানীপুর গ্রামের বাসিন্দা অখিল ঘোষ বলেন, “কাজলের মানসিক সমস্যা ছিল। সে মৃগী রোগী ছিল । নিজের মেয়েকে কখনও চোখের আড়াল করত না। মাঝেমধ্যেই আত্মহত্যার হুমকি দিত। গতকাল সন্ধের সময়ও সে তেমনই হুমকি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল । ওর বাবা বুঝিয়ে তাকে ঘরে ফিরিয়ে আনে। এরপর রাতের খাবার খেয়ে সবাই ঘুমোতে যায়। রাত 11টা নাগাদ ওর বাবার নজরে আসে, মেয়ে আর নাতনি ঘরে নেই। তার কাছে খবর পেয়ে গ্রামের সবাই কাজলকে খুঁজতে বেরোয়। কিন্তু ওদের সন্ধান মেলেনি । শেষ পর্যন্ত স্টেশন থেকে খবর দেওয়া হয়, সুলতানগঞ্জ রেলগেটের কাছে একটি দুর্ঘটনা ঘটেছে। সেই খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কাজল আর তার মেয়েকে চিহ্নিত করি।”

ABOUT THE AUTHOR

...view details