মালদা, ৬ ফেব্রুয়ারি : উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থীপদ থেকে ছেলেকে সরাতে মরিয়া দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরি (ডালু মিঞা)। দলের সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্তে জেলা কংগ্রেসে মোস্তাক আলমের কাছে ধাক্কা খেয়েই কি এই সিদ্ধান্ত? যদিও, ইশা খানকে ওই কেন্দ্র থেকে সরানোর জন্য আজ সাংবাদিক বৈঠকে অনেক কারণ দেখিয়েছেন তিনি।
গতকাল AICC মালদা জেলা কংগ্রেসের সভাপতির দায়িত্ব তুলে দেয় হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মোস্তাক আলমের হাতে। গতকাল এনিয়ে ডালুবাবুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজ জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়। ডালুবাবু ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মোস্তাক আলম সহ দুই কার্যকরী সভাপতি ভূপেন্দ্রনাথ হালদার (অর্জুন) ও কালীসাধন রায়।
ডালুবাবু বলেন, "জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে মোস্তাক সাহেবকে। সেটা জানাতেই আজকের এই সাংবাদিক বৈঠক। মোস্তাক সাহেব মালদায় ভালো কাজ করছেন। সেই কারণেই AICC তাঁকে দলের জেলা সভাপতির দায়িত্ব দিয়েছে।"
PCC আপনাকে জেলা সভাপতির দায়িত্ব দিয়েছিল। এমন কী ঘটল যে AICC আপনাকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দিল? তিনি জানান, তিনি মন্ত্রী হওয়ার পর AICC-র কর্তারা তাঁর বাড়িতে এসে তাঁকে জানিয়েছিলেন, একসঙ্গে দুটো পদ ধরে রাখা যাবে না। সেসময় তাঁরা তাঁকে বলেন, আপনি দলের জেলা সভাপতি ছিলেন, সঙ্গে মন্ত্রীও হয়ে গেলেন। একটা পদ থেকে আপনাকে ইস্তফা দিতে হবে। তখন তিনি জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দেন। বর্তমানে তিনি PCC-র কার্যকরী সভাপতি। তাঁর অধীনে মালদা সহ ১০টি জেলা রয়েছে। PCC জেলা সভাপতি হিসেবে তাঁর নাম খামে পাঠিয়েছিল। কিন্তু, তিনি দুটো পদে একসঙ্গে থাকতে পারবেন না। ২ ফেব্রুয়ারি দায়িত্বভার নেওয়ার সময় তাঁর মাথায় আসেনি, তিনি আবার দুটো পদে চলে এসেছেন। PCC তাঁকে অস্থায়ীভাবে জেলা সভাপতির দায়িত্ব দিয়েছিল। তাই AICC জেলা সভাপতির দায়িত্ব মোস্তাক সাহেবের হাতে তুলে দিয়েছে। তিনি PCC-র কার্যকরী সভাপতি পদে রয়েছেন।
PCC ইশা খানকে উত্তর মালদার প্রার্থী করেছে, AICC কি প্রার্থী পরিবর্তন করবে? ডালুবাবুর জানান, PCC প্রার্থী ঘোষণা করে তা AICC-কে জানিয়েছে। AICC-র কোনও অভিযোগ থাকলে হয়তো এতদিনে তা তারা প্রকাশ করত। প্রার্থী বাছাইয়ের জন্য কলকাতায় একটি কমিটি গঠন হবে। সেই কমিটি প্রার্থী নির্বাচন করবে। উত্তর মালদার জন্য ৩ জনের নাম পাঠানো হবে। ইশার নাম আগেই প্রস্তাবিত হয়েছে। আরও দুজনের নাম পাঠানো হবে। তাঁরা ভালোবেসে কংগ্রেস করেন। পদ না পেলেও তাঁরা দল পরিবর্তন করবেন না।