মালদা, 6 অগস্ট: বাড়ি থেকে 1 কিলোমিটার দূরের একটি জলাশয় থেকে উদ্ধার নাবালকের দেহ (Minor Boy Murder in Malda) ৷ রতুয়া 1 নম্বর ব্লকের কাহালা গ্রাম পঞ্চায়েত এলাকার মনিপুর গ্রামের মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ৷ শনিবার নাবালকের দেহ উদ্ধারের পরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ৷ মৃত নাবালকের নাম আকাশ ভগত (12) ৷
মৃত নাবালকের পরিবারের অভিযোগ, গলা কেটে, শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে তাকে খুন করা হয়েছে ৷ মৃতের কাকা ফটিক ভগত বলেন, “শুক্রবার রাতে আকাশ পাড়ায় ভাদুরাম মণ্ডলের বাড়িতে মনসার গান শুনতে গিয়েছিল । রাত 2.30 বেজে গেলেও সে আর বাড়ি ফিরে আসেনি। এরপরেই আজ সকালে খবর পায়, বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি পুকুরে ওর দেহ ভাসছে । খবর পেয়ে আমরা ওর দেহ তুলে নিয়ে আসি । ওর সারা শরীরে চাকু মারা হয়েছে । কে বা কারা ওকে খুন করল, বুঝতে পারছি না।”