পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Minor Boy Murder: নাবালকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য - নাবালকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নাবালকের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মালদার রতুযার মনিপুর গ্রামে (Minor Boy Murder in Malda) ৷ স্থানীয় একটি জলাশয় থেকে উদ্ধার হয়েছে নাবালকের দেহ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Minor Boy Murder
নাবালকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

By

Published : Aug 6, 2022, 10:13 PM IST

মালদা, 6 অগস্ট: বাড়ি থেকে 1 কিলোমিটার দূরের একটি জলাশয় থেকে উদ্ধার নাবালকের দেহ (Minor Boy Murder in Malda) ৷ রতুয়া 1 নম্বর ব্লকের কাহালা গ্রাম পঞ্চায়েত এলাকার মনিপুর গ্রামের মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ৷ শনিবার নাবালকের দেহ উদ্ধারের পরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ৷ মৃত নাবালকের নাম আকাশ ভগত (12) ৷

মৃত নাবালকের পরিবারের অভিযোগ, গলা কেটে, শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে তাকে খুন করা হয়েছে ৷ মৃতের কাকা ফটিক ভগত বলেন, “শুক্রবার রাতে আকাশ পাড়ায় ভাদুরাম মণ্ডলের বাড়িতে মনসার গান শুনতে গিয়েছিল । রাত 2.30 বেজে গেলেও সে আর বাড়ি ফিরে আসেনি। এরপরেই আজ সকালে খবর পায়, বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি পুকুরে ওর দেহ ভাসছে । খবর পেয়ে আমরা ওর দেহ তুলে নিয়ে আসি । ওর সারা শরীরে চাকু মারা হয়েছে । কে বা কারা ওকে খুন করল, বুঝতে পারছি না।”

আকাশের আরেক কাকা উত্তম ভগত বলেন, “আমাদের সমাজের বেশিরভাগ মানুষ সাফাইকর্মী । আকাশের খুনিদের পুলিশ দ্রুত গ্রেফতার না-করতে পারলে আমরা সব জায়গায় কাজ বন্ধ করে দেব। অতটুকু বাচ্চাকে যারা খুন করেছে, আমরা তাদের কঠোর শাস্তি চাই।”

আরও পড়ুন: তরুণীর পচাগলা দেহ উদ্ধার, পরিবারকে নিয়ে পলাতক প্রেমিক

রতুয়া থানার আইসি সঞ্জয় দত্ত জানিয়েছেন, এই ঘটনায় এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে প্রাথমিক তদন্তে অনুমান ওই নাবালককে খুন করা হয়েছে। তাঁরা আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন। পরিবারের তরফে অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মৃতদেহটি ময়নাতদন্তের পাঠানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details