পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Silk Reeling and Spinning: রাজ্য থেকে সেরা রেশম সুতো উৎপাদক কালিয়াচকের আনসারুল শেখ - Sericulture

সেরা রেশম সুতো উৎপাদক (Best Reeler in Sericulture) হলেন মালদার কালিয়াচকের বাসিন্দা মহম্মদ আনসারুল শেখ (MD Ansarul SK) ৷ তাঁকে আগামী 20 সেপ্টেম্বর দিল্লির বিজ্ঞান ভবনে পুরষ্কৃত করা হবে ৷

md-ansarul-sk-is-nominates-as-best-reeler-in-sericulture
md-ansarul-sk-is-nominates-as-best-reeler-in-sericulture

By

Published : Sep 2, 2022, 4:33 PM IST

কালিয়াচক (মালদা), 2 সেপ্টেম্বর: মালদা জেলার রেশম শিল্পের মুকুটে নতুন পালক ৷ রাজ্যের সেরা রেশম সুতো উৎপাদক হিসাবে পুরস্কার পেতে চলেছেন কালিয়াচকের মহম্মদ আনসারুল শেখ (Best Reeler in Sericulture) ৷ আগামী 20 সেপ্টেম্বর দিল্লির বিজ্ঞান ভবনে তাঁকে পুরস্কৃত করা হবে ৷

আগামী 20 সেপ্টেম্বর রাজ্যের সেরা রেশম সুতো উৎপাদক হিসাবে পুরস্কৃত করা হবে কালিয়াচকের মহম্মদ আনসারুল শেখকে (MD Ansarul SK) ৷ এই খবর ছড়িয়ে পড়তেই জেলার রেশমচাষি ও রেশম শিল্পের সঙ্গে যুক্ত সকলে উচ্ছ্বসিত ৷ আর এই সম্মান পেয়ে আনসারুল শেখ জানালেন, ভবিষ্যতে আরও উন্নতমানের রেশম সুতো তৈরি করতে চান তিনি ৷ এর জন্য তিনি সরকারের কাছে আরও কিছু সহযোগিতার আর্জি জানিয়েছেন ৷

কালিয়াচক 1 নম্বর ব্লকের শেরশাহী গ্রামের বোসনিটোলার বাসিন্দা আনসারুল শেখ (Silk Reeling and Spinning) ৷ তিনি বলেন, “এটা আমাদের পৈতৃক ব্যবসা ৷ 1991 সাল থেকে রেশম সুতো তৈরির কাজ করছি ৷ প্রথমে প্রথাগত মেশিনেই রেশম কাটাই করে সুতো তৈরি করতাম ৷ পরবর্তীতে রেশম দফতরের সহযোগিতায় ভালো মানের সুতো তৈরি করতে শুরু করি ৷ সেই সুতো রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্রি করি ৷ আগে চাহিদা অনুযায়ী সুতো তৈরি করতে পারতাম না ৷ এখন পাঁচ কর্মী থাকলেও চাহিদার সঙ্গে তাল মিলিয়ে জোগান দিতে পারি না ৷ তাই চিনা রেশম সুতোর সঙ্গে পাল্লা দিতে পারছি না ৷ তবে, বেঙ্গালুরুর রেশম সুতোর সঙ্গে আমার সুতো তুলনা করা যায় ৷ এখনও, পর্যন্ত সরকারি স্তরে বিভিন্ন সহায়তা পেয়েছি ৷ কিন্তু, আরও উন্নত সুতো তৈরির জন্য সরকারের কাছে অতিরিক্ত সহযোগিতার আবেদন জানাচ্ছি ৷ আজই আমার কাছে সরকারের একটি চিঠি এসেছে ৷ ওই চিঠিতে জানানো হয়েছে, রাজ্যের সেরা রেশম সুতো উৎপাদক হিসাবে আমি মনোনীত হয়েছি ৷’’

সেরা রেশম সুতো উৎপাদক কালিয়াচকের আনসারুল শেখ

আরও পড়ুন:রেশম চাষ নিয়ে তথ্য সংগ্রহ নীতি আয়োগের প্রতিনিধি দলের

রাজ্যের মধ্যে মালদাতেই সবচেয়ে বেশি রেশম সুতো তৈরি হয় ৷ কালিয়াচক এই সুতো তৈরির হাব হিসাবে পরিচিত ৷ দু’দশক আগেও এখানে রেশম সুতো উৎপাদনের উন্নত পরিকাঠামো ছিল না ৷ সেই সময় এ দিকে নজর দেন জেলা রেশম দফতরের তৎকালীন ডেপুটি ডিরেক্টর সুব্রত দাস ও কালিয়াচক রেশম দফতরের আধিকারিক প্রিয়জিৎ অধিকারী ৷ সুতো উৎপাদকদের পাশে দাঁড়ায় রাজ্য সরকারও ৷ সেই সময় সরকারের তরফে রেশম কাটার শিল্পের সঙ্গে যুক্ত মানুষজনকে উন্নত মেশিন এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা হয় ৷

তারই ফল এখন পাওয়া যাচ্ছে বলে জানাচ্ছে, রেশম শিল্পের সঙ্গে যুক্ত সকলে ৷ এই এলাকার উৎপাদিত রেশম সুতোর চাহিদা দিন দিন বাড়ছে ৷ আনসারুল শেখের পুরস্কার প্রাপ্তি মালদা জেলার রেশম চাষি, সুতো উৎপাদক সহ এই শিল্পের সঙ্গে জড়িত সবাইকেই উৎসাহিত করবে বলে আশা করছে প্রশাসন ৷

ABOUT THE AUTHOR

...view details