পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্যসভায় যাওয়ার সুযোগ পেয়ে খুশি মৌসম নুর

রাজ্যসভার সাংসদ হিসাবে তৃণমূলনেত্রী যে চারজনকে দিল্লি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, তার মধ্যে রয়েছেন মৌসম নুরও। তৃণমূলের সাংসদ হিসাবে রাজ্যসভায় যাওয়ার সুযোগ পেয়ে খুশি তিনি ।

Mausam Noor
মৌসম নুর

By

Published : Mar 8, 2020, 10:39 PM IST

Updated : Mar 9, 2020, 12:06 AM IST

মালদা, ৮ মার্চ : তৃণমূলের সাংসদ হিসাবে রাজ্যসভায় যাওয়ার সুযোগ পেয়ে খুশি মৌসম নুর । লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি । কিন্তু উত্তর মালদা লোকসভা কেন্দ্রে BJP প্রার্থীর কাছে পরাজিত হন ৷ কিন্তু মৌসমের প্রতি আস্থা হারাননি তৃণমূলনেত্রী । জেলা তৃণমূলের দায়িত্ব দেওয়া হয় তাঁকে ৷ সেই দায়িত্ব পালনের মধ্যেই আজ নারী দিবসে তাঁকে সুখবর দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যসভার সাংসদ হিসাবে তৃণমূলনেত্রী যে চারজনকে দিল্লি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, তার মধ্যে রয়েছেন মৌসম নুরও ৷ এই বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই খুশির রেশ জেলা তৃণমূলে ৷

মৌসম নুর

দলের নেতা-কর্মীরা মৌসমকে ফুল দিয়ে সম্মান জানান ৷ চলে মিষ্টিমুখের পালা ৷ মৌসম জানিয়েছেন, রাজ্যসভার সাংসদ হিসাবে দিল্লিতে জেলার নানা সমস্যা তিনি তুলে ধরবেন । এই জেলার উন্নয়নের পাশাপাশি রাজ্যের যে কোনও সমস্যা সমাধানে তিনি রাজ্যসভায় সবরকম চেষ্টা করবেন ৷ বিশেষত গঙ্গা ভাঙন সমস্যা মোকাবিলার আবেদন তিনি রাজ্যসভায় তুলে ধরবেন বলে জানান । রাজ্যসভার প্রার্থী হিসাবে আজই দলীয় চারজনের নাম ঘোষণা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই চারজন হলেন অর্পিতা ঘোষ, মৌসম নুর, দীনেশ ত্রিবেদী ও সুব্রত বক্সি ৷

মৌসম নুর

মৌসম বলেন, “অনেকদিন ধরেই এনিয়ে আমার নাম শোনা যাচ্ছিল৷ নেত্রী নিজেও আমাকে সেকথা বলেছিলেন৷ রাজ্যসভায় মানুষের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন নেত্রী ৷ আগে লোকসভায় মালদার মানুষের জন্য লড়াই করেছি ৷ এবার রাজ্যসভায় সুযোগ পেতে চলেছি ৷ আন্তর্জাতিক নারী দিবসে এই ঘোষণা আমার কাছে গর্বের ৷ নেত্রী সবসময় মহিলাদের কথা চিন্তাভবনা করেন ৷ তিনি আমাকে আবার সুযোগ করে দিয়েছেন ৷ উনি আমাকে জেলার দায়িত্ব দিয়েছেন ৷ আজ এই ঘোষণার মাধ্যমে তিনি বাড়তি দায়িত্ব দিলেন ৷ সাধারণ মানুষের জন্য আরও কাজ করার সুযোগ করে দিয়েছেন ৷ এই বাড়তি দায়িত্ব আমাকে আরও মজবুত করবে ৷ "

Last Updated : Mar 9, 2020, 12:06 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details