পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কাতারের প্রদর্শনীতে নজর কাড়ল মালদার আম, এল আরও বরাত - মালদার আম

পশ্চিমবঙ্গের আম কাতারের আন্তর্জাতিক প্রদর্শনীতে নজর কেড়েছে ৷ বিশেষত মালদা জেলার আমের চাহিদা বেড়েছে সে দেশে ৷ প্রর্দশনী চলাকালীনই দুই কন্টেনার আমের বরাত এসেছে ৷ বিদেশে ব্যবসা বিস্তারের লক্ষে চেষ্টা খানিকটা সফল হল বলে মনে করছেন মালদার আম চাষি এবং ব্যবসায়ীরা ৷

কাতারে মালদার আম
কাতারে মালদার আম

By

Published : Jul 10, 2021, 2:51 PM IST

মালদা, 10 জুলাই : উদ্দেশ্য সফল । কাতারের দোহায় দু’দিনের আন্তর্জাতিক আম প্রদর্শনীতে সবার নজর কেড়েছে মালদার আম । গৌড় রাজ্যের আমের স্বাদে ডুবেছেন মরু শহরের মানুষ ৷ প্রদর্শনী শেষ হওয়ার আগেই বরাত এসেছে আরও দুই কন্টেনার আমের । এতে উৎসাহিত হয়েছেন জেলার আম ব্যবসায়ীরা । উৎসাহিত বেড়েছে রফতানিকারকদের মধ্যেও ।

এবারই প্রথম কাতারের দোহায় আয়োজিত আন্তর্জাতিক আম প্রদর্শনীতে অংশ নিয়েছে মালদার আম । মূলত রফতানিকারকরাই জেলা এবং রাজ্যের আমকে মরুদেশে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন । মালদা থেকে সেখানে পাঠানো হয়েছিল লক্ষ্মণভোগ, ল্যাংড়া, আম্রপালি, মল্লিকা, ফজলি ও সুর্মা ফজলি প্রজাতির আম । পশ্চিমবঙ্গ থেকে মোট আট প্রজাতির আম কাতারের প্রদর্শনীতে অংশ নিয়েছিল । জানা গিয়েছে, এবার সেখানে সবার নজর কেড়েছে মালদার লক্ষ্মণভোগ ও সুর্মা ফজলি ।

এবছর কাতারে আন্তর্জাতিক প্রদর্শনীর পর আশার আলো দেখছেন মালদা আমচাষি এবং ব্যবসায়ীরা ৷

ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার্স কো-অর্ডিনেশন কমিটির সম্পাদক তথা মালদা ম্যাঙ্গো মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা বলেন, "কাতারের দোহায় দু’দিনের বিশ্ব আম উৎসব হল ৷ সেখানে আমরা মালদা জেলা-সহ রাজ্যের বাকি জেলার আটটি প্রজাতির আম পাঠিয়েছিলাম । এর জন্য আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাচ্ছি । তিনি মালদায় এসে জানিয়েছিলেন, 'আমরা আমও চাই, আমসত্ত্বও চাই ।' তাঁর সেই কথায় জেলার আমচাষি ও আম ব্যবসায়ীরা উৎসাহিত হয়েছিলেন । তাঁর অনুপ্রেরণা এবং অ্যাপেডার (Agricultural and Processed Food Products Export Development Authority- APEDA) সহযোগিতায় মালদা তথা রাজ্যের আম কাতারের দোহায় আন্তর্জাতিক উৎসবে পাঠাতে পেরেছি । ইতিমধ্যেই সেখানে মালদার আমের চাহিদা যথেষ্ট বেড়েছে । এর মধ্যেই দুই কন্টেনার আমের বরাত এসেছে । এতে মালদার আমচাষি ও ব্যবসায়ীদের ব্যবসা বাড়বে ৷ তাঁদের অর্থনৈতিক বুনিয়াদ শক্ত হবে । একই সঙ্গে অনেক মানুষ এই কাজের সঙ্গে যুক্ত হবেন । সার্বিক উন্নতির জন্যই বিদেশের বাজারে মালদার আমের চাহিদা তৈরি করাই আমাদের লক্ষ্য ।"

আরও পড়ুন : এবার মরু শহরে আন্তর্জাতিক প্রদর্শনীতে দেখা যাবে মালদার আম

ABOUT THE AUTHOR

...view details