মালদা, 5 মার্চ : বিবাহবার্ষিকীতে ফুল, সোনা গয়না তো অনেকেই উপহার দেন ৷ কিন্তু জমি উপহার দেন ক‘জন ৷ না, তাও আবার পৃথিবীতে নয় ৷ যদি সেটা হয় একেবারে কয়েক লক্ষ কিলোমিটার পাড়ি দিয়ে চাঁদে ৷ হ্যাঁ ঠিকই শুনেছেন, দ্বিতীয় বিবাহবার্ষিকীতে স্ত্রীকে উপহার দিতে স্বামী চাঁদে কিনে ফেললেন এক একর জমি (wife surprised to see land document on moon as a wedding anniversary gift)। এনিয়ে স্বামী আকাশ আগে কিছুই বলেননি স্ত্রী দেবযানীকে । সারপ্রাইজ দেওয়ার ইচ্ছে আর কী ! আজ সেই জমির নথিপত্র হাতে এসে পৌঁছেছে । উপহার পেয়ে তো অবাক দেবযানী । চাঁদের জমির মালিক হয়ে গিয়েছেন তাঁরা । জমি পেয়েছেন লেক অফ হ্যাপিনেসের ধারে । সেখানে কীভাবে সুখের ঘর তৈরি করবেন, এখন সেটাই ভাবছে এই দম্পতি ।
আরও পড়ুন : Baul Songs in Book Fair : বইমেলায় এসে বাউল গানে মাতোয়ারা বাঙালি
মালদা শহরের 3 নম্বর গভর্নমেন্ট কলোনিতে থাকেন আকাশ-দেবযানী চক্রবর্তী। দু’বছর আগে তাঁদের বিয়ে হয়েছে। আকাশ ইংরেজবাজার পৌরসভার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এবার দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগে স্ত্রীকে কী উপহার দেওয়া যায় ভাবছিলেন তিনি। অবশেষে ইন্টারনেটে দেখতে পান চাঁদে জমি বিক্রি হচ্ছে। তা দেখেই তিনি চাঁদে জমি বিক্রি করা অ্যামেরিকার সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। কথাবার্তা শেষে 68 মার্কিন ডলার দিয়ে কিনেও নেন চাঁদের এক একর জমি ।