কলকাতা, 28 ফেব্রুয়ারি : ইউক্রেন নিয়ে সর্বদল বৈঠক চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Writes Letter to PM Modi on Ukraine Issue) । এই মুহূর্তে ইউক্রেনে আটকে রয়েছেন শতাধিক বাঙালি । তাঁদের অবস্থা নিয়ে উদ্বেগে রাজ্যের প্রশাসনিক প্রধান । আর সেই কারণেই তিনি চান এই নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকুক কেন্দ্রীয় সরকার (Mamata Wants All Party Meeting on Ukraine Issue) ৷
চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন এই পরিস্থিতিতে উদ্বিগ্ন পরিবারগুলির পাশে যেন তিনি দাঁড়ান । এ দিনের লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের দ্রুত দেশে ফেরানো জরুরি ৷ যদিও পরিস্থিতি সবটা প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকারের হাতে নেই । এই অবস্থায় দেশ এবং দেশবাসীর পাশে থাকার বার্তা দিয়েছেন মমতা ।
একই সঙ্গে জানিয়েছেন এই পরিস্থিতিতে রাজনীতির ঊর্ধ্বে উঠে সরকারের পাশে থাকছেন তিনি । তবে এই মুহূর্তে বহু ছাত্র-ছাত্রী ইউক্রেনে আটকে রয়েছে । ওদের যাতে দ্রুত উদ্ধার করা যায় সেই কারণেই এই চিঠি ।
এই চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন বর্তমানে বহির্বিশ্বে যে সংকট তৈরি হয়েছে, সেক্ষেত্রে ভারতের অবস্থান কী হওয়া উচিত, তা নিয়ে যত শীঘ্র সম্ভব সর্বদলীয় বৈঠক ডাকা জরুরি । এখানে তিনি এও জানাতে ভোলেননি বর্তমানে ইউক্রেন ও রাশিয়াকে কেন্দ্র করে যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে প্রত্যেক ভারতবাসীর ন্যায় তিনিও উদ্বিগ্ন । তবে এটা দেশের কূটনৈতিক বিষয় । এখানে আলাদা করে রাজনীতি করতে তিনি চান না । আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় চান এখানে সরকার সবপক্ষকে সঙ্গে নিয়ে চলুক ।
আরও পড়ুন :Stranded Bengalis in Ukraine : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাংলার নাগরিকদের ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ নবান্নের