মালদা, 22 এপ্রিল : এগিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন । তার আগেই বেহাল রাস্তা সারানোর দাবিতে সরব হলেন গ্রামবাসীরা ৷ অবরোধ করলেন সড়ক ৷ ঘটনাটি চাঁচল 1 নম্বর ব্লকের চাঁচল গ্রাম পঞ্চায়েতের শিহিপুর-নগাছিয়া গ্রামের। তিন দশকের বেশি সময় ধরেই গ্রামের রাস্তা বেহাল । ভোট এসেছে, গিয়েছে । প্রতি ভোটেই তাঁরা রাস্তা সংস্কারের আশ্বাস পেয়েছেন । কিন্তু ভোট মিটলে সেই প্রতিশ্রুতিও মিলিয়ে গিয়েছে । তাই এবার তাঁরা আওয়াজ তুলেছেন, রাস্তা দাও, ভোট নাও । নিজেদের দাবি প্রশাসনের কাছে পৌঁছে দিতে এদিন পথ অবরোধও করলেন (Malda villagers block road over dilapidated road) ।
শিহিপুর-নগাছিয়া গ্রামের মূল রাস্তা বলে এখন আর কিছু নেই । গত পঞ্চায়েত ভোটের সময় রাস্তায় ছোট ইটের টুকরো ফেলা হয়েছিল । গ্রামবাসীরা ভেবেছিলেন, এবার বোধহয় তাঁদের শিকে ছিঁড়বে । কিন্তু তা হয়নি । ভোটের চার বছর পর সেই ইটের টুকরোও আর দেখা যায় না । সামান্য বৃষ্টিতেই জমে হাঁটু সমান জল-কাদা । পিছল রাস্তায় প্রতিদিনই ঘটে দুর্ঘটনা । এই রাস্তা দিয়ে গ্রামে অ্যাম্বুলেন্সও ঢুকতে চায় না । ঢোকেও না । তাই এবার রাস্তার সংস্কার না হলে পঞ্চায়েত ভোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ।
গ্রামবাসী বাসুদেব দাস বলেন, "গ্রামে কোনও রাস্তা নেই । কোনও ড্রেনও নেই । প্রায় 10 কিলোমিটার এলাকা আমাদের জল-কাদা পেরিয়ে যাতায়াত করতে হয় । আমরা দ্রুত এসব চাই । আর তা না হলে আমরা কেউ পঞ্চায়েত ভোট দেব না । 34 বছর ধরে একই অবস্থা । রাস্তার জন্য গ্যাসের গাড়িও গ্রামে ঢোকে না । গ্রামের বাইরে থেকে আমাদের কাঁধে করে সিলিন্ডার ঘরে নিয়ে আসতে হয় ।"