পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Dilapidated Road : 34 বছরেও হয়নি রাস্তা, এবার ভোট বয়কটের হুমকি গ্রামবাসীদের - Malda villagers block road demanding dilapidated road repair

দীর্ঘদিন ধরে ভুগতে হচ্ছে বেহাল রাস্তার সমস্যায় ৷ তার প্রতিবাদ জানিয়েই বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ৷ রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধ (Malda villagers block road over dilapidated road) ৷ ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলে ৷

Malda News
গ্রামের বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তা অবরোধ করলেন স্থানীয়রা

By

Published : Apr 22, 2022, 6:31 PM IST

মালদা, 22 এপ্রিল : এগিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন । তার আগেই বেহাল রাস্তা সারানোর দাবিতে সরব হলেন গ্রামবাসীরা ৷ অবরোধ করলেন সড়ক ৷ ঘটনাটি চাঁচল 1 নম্বর ব্লকের চাঁচল গ্রাম পঞ্চায়েতের শিহিপুর-নগাছিয়া গ্রামের। তিন দশকের বেশি সময় ধরেই গ্রামের রাস্তা বেহাল । ভোট এসেছে, গিয়েছে । প্রতি ভোটেই তাঁরা রাস্তা সংস্কারের আশ্বাস পেয়েছেন । কিন্তু ভোট মিটলে সেই প্রতিশ্রুতিও মিলিয়ে গিয়েছে । তাই এবার তাঁরা আওয়াজ তুলেছেন, রাস্তা দাও, ভোট নাও । নিজেদের দাবি প্রশাসনের কাছে পৌঁছে দিতে এদিন পথ অবরোধও করলেন (Malda villagers block road over dilapidated road) ।

শিহিপুর-নগাছিয়া গ্রামের মূল রাস্তা বলে এখন আর কিছু নেই । গত পঞ্চায়েত ভোটের সময় রাস্তায় ছোট ইটের টুকরো ফেলা হয়েছিল । গ্রামবাসীরা ভেবেছিলেন, এবার বোধহয় তাঁদের শিকে ছিঁড়বে । কিন্তু তা হয়নি । ভোটের চার বছর পর সেই ইটের টুকরোও আর দেখা যায় না । সামান্য বৃষ্টিতেই জমে হাঁটু সমান জল-কাদা । পিছল রাস্তায় প্রতিদিনই ঘটে দুর্ঘটনা । এই রাস্তা দিয়ে গ্রামে অ্যাম্বুলেন্সও ঢুকতে চায় না । ঢোকেও না । তাই এবার রাস্তার সংস্কার না হলে পঞ্চায়েত ভোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ।

গ্রামবাসী বাসুদেব দাস বলেন, "গ্রামে কোনও রাস্তা নেই । কোনও ড্রেনও নেই । প্রায় 10 কিলোমিটার এলাকা আমাদের জল-কাদা পেরিয়ে যাতায়াত করতে হয় । আমরা দ্রুত এসব চাই । আর তা না হলে আমরা কেউ পঞ্চায়েত ভোট দেব না । 34 বছর ধরে একই অবস্থা । রাস্তার জন্য গ্যাসের গাড়িও গ্রামে ঢোকে না । গ্রামের বাইরে থেকে আমাদের কাঁধে করে সিলিন্ডার ঘরে নিয়ে আসতে হয় ।"

গ্রামের বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তা অবরোধ করলেন স্থানীয়রা

একই বক্তব্য শিপ্রা চক্রবর্তীর । তিনি বলেন, "এই বেহাল রাস্তা দিয়ে রোগী নিয়ে যাওয়া যায় না । ক্ষুদ্র ব্যবসায়ীরা হাট-বাজার যেতে পারেন না । বাচ্চারা স্কুলে যেতে পারে না । আমাদের এখানে সিপিএমের পঞ্চায়েত সদস্য । হয়তো সেকারণেই আমাদের সমস্যা মিটছে না । যতক্ষণ না গ্রামে রাস্তা আর ড্রেন হচ্ছে, ততক্ষণ আমরা আর ভোট দেব না বলে সিদ্ধান্ত নিয়েছি ।"

এব্যাপারে পঞ্চায়েতের উপপ্রধান উৎপল তালুকদার জানিয়েছেন, ওই গ্রামের রাস্তার টেন্ডার হয়ে গিয়েছে । বর্ষার আগেই কাজ শুরু হবে । অন্যদিকে চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূলের সম্পাদক অমিতেশ পাণ্ডে বলেন, "নগাছিয়া গ্রামে বহুদিন ধরেই সিপিএমের সদস্য জিতে আসছেন । এতদিনেও গ্রামের রাস্তা তৈরি হয়নি কেন তা তিনিই বলতে পারবেন । আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি । আমরা শুধু উন্নয়ন বুঝি । আমরা যথাসম্ভব উন্নয়নের কাজ করে যাচ্ছি ।"

আরও পড়ুন : 2017 Malda Flood Corruption : আরটিআইয়ে মিলল মালদা বন্যায় ক্ষতিগ্রস্তদের অসম্পূর্ণ তালিকা, ফের আদালতে যাচ্ছে বাম-কংগ্রেস

ABOUT THE AUTHOR

...view details