মালদা, 13 সেপ্টেম্বর: এ যেন শেষ হয়েও হইল না শেষ ৷ ঝেড়ে ফেলার চেষ্টা করেও পদত্যাগী নেতাকে নিয়ে গভীর চিন্তায় হরিশ্চন্দ্রপুর ব্লক তৃণমূল (Malda TMC problem) ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে ওই নেতার পদত্যাগ যে দলকে বিপদে ফেলতে পারে, তা হয়তো অনুমান করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ তাই বেছে নেওয়া হয়েছে পদত্যাগী নেতাকে আক্রমণের রাস্তা ৷ দল ছাড়তেই ওই পদত্যাগী নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল কর্মীরা ৷ সব দেখেশুনে মুচকি হাসছেন এলাকার মানুষজন ৷ তবে মঙ্গলবারও চাঁচলের তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষের বিরুদ্ধে তোপ দেগেছেন পদত্যাগী তুলসিহাটা অঞ্চল তৃণমূলের সভাপতি মনোজ রাম (allegation against Chanchal TMC MLA Nihar Ranjan Ghosh) ৷
দল ও এলাকার বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তৃণমূল ছেড়েছেন মনোজবাবু (Malda TMC Problem)৷ সেকথা তিনি নিজের সোশাল মিডিয়া ওয়ালেও পোস্ট করেছেন ৷ তাঁর পদত্যাগ নিয়ে দলের হরিশ্চন্দ্রপুর অঞ্চলের সভাপতি সঞ্জীব গুপ্তা মন্তব্য করেছিলেন, 'মনোজবাবু ছাঁট মাল' ৷ সেই ‘ছাঁট মালের’ বিরুদ্ধেই এদিন পথে নামেন এলাকার তৃণমূল কর্মীরা ৷ তাঁরা তুলসিহাটার বোরল বাজারে বিক্ষোভ দেখান ৷ মনোজবাবু দল ছাড়ায় নিজেদের মধ্যে মিষ্টিমুখ করেন ৷ পদত্যাগী নেতার কুশপুতুলও দাহ করেন ৷ বিক্ষোভকারীদের নেতা দিল রোজ বলেন, “এতদিন মনোজ রাম এলাকায় প্রচুর দুর্নীতি করেছেন ৷ চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছেন৷ বিজেপি'র সঙ্গে গোপনে যোগাযোগ রাখতেন তিনি ৷ নিজের পিঠ বাঁচাতে এখন তিনি বিধায়কের বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছেন ৷ অথচ বিধায়ক নীহাররঞ্জন ঘোষ তাঁর সততার জন্য জেলায় বিখ্যাত ৷ তাই মনোজ রামের বিরুদ্ধে আমরা আজ বিক্ষোভ দেখিয়েছি ৷”