পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনার জেরে এবার পড়ুয়াদের ছাড়াই স্কুলে-স্কুলে সরস্বতী পুজো মালদায় - malda schools

সরস্বতী পুজোর আয়োজন হচ্ছে ৷ কিন্তু পড়ুয়াদের ছাড়াই৷ মালদার স্কুলগুলিতে এমনই পরিস্থিতি ৷ তবে কোভিড বিধি মানলে পড়ুয়াদের অঞ্জলি দিতে দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷

কোরোনার জেরে এবার পড়ুয়াদের ছাড়াই স্কুলে-স্কুলে সরস্বতী পুজো মালদায়
কোরোনার জেরে এবার পড়ুয়াদের ছাড়াই স্কুলে-স্কুলে সরস্বতী পুজো মালদায়

By

Published : Feb 15, 2021, 8:21 PM IST

মালদা, 15 ফেব্রুয়ারি : কোরোনা এবার ধাক্কা দিয়েছে বাঙালি পড়ুয়াদের কাছের দেবীকেও ৷ এবার মালদা জেলার কোনও স্কুলেই সরস্বতী পুজোয় সরাসরি অংশ নিতে পারছে না কোনও পড়ুয়া৷ তবে অভিভাবকদের আবেদন সাপেক্ষে পড়ুয়ারা পুজোর অঞ্জলি দিতে পারে ৷ এবার মালদার প্রায় প্রতিটি স্কুলেই সরস্বতী পুজোর আয়োজনের দায়িত্ব বর্তেছে শিক্ষক-শিক্ষিকাদের উপর৷ স্বাভাবিকভাবেই আজ কোনও স্কুলে পড়ুয়াদের দেখা মেলেনি ৷ তবে আশা করা যাচ্ছে, কোরোনা সংক্রমণের ভয় নিয়েই আগামিকাল প্রতিটি স্কুলে অল্প সংখ্যক পড়ুয়া উপস্থিত হতে পারে ৷

দীর্ঘ 11 মাস পর ক’দিন আগেই রাজ্যের স্কুলগুলি খুলেছে ৷ তবে বর্তমানে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাসই করা হচ্ছে৷ অন্য ক্লাসগুলির স্বাভাবিক পঠনপাঠন কবে থেকে চালু হবে, তা নিয়ে এখনও কোনও সরকারি নির্দেশিকা আসেনি ৷ সরকারের তরফে ইতিমধ্যে জানানো হয়েছে, অন্য বছরগুলির মতো এবারও স্কুলে সরস্বতী পুজোর আয়োজন করা যেতে পারে ৷ কিন্তু সেক্ষেত্রে সরকারি নির্দেশিকা মেনেই পুজোর আয়োজন করতে হবে ৷ পুজোকে কেন্দ্র করে স্কুলে পড়ুয়াদের কোনও জমায়েত করা যাবে না ৷ প্রতিটি স্কুলে সঠিক স্যানিটাইজেশন ব্যবস্থা রাখতে হবে ৷ পড়ুয়াদের অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানালে, তবেই কোনও পড়ুয়া স্কুলে অঞ্জলি দিতে আসতে পারে ৷ অঞ্জলি দেওয়ার সময় প্রত্যেক পড়ুয়াকে শারীরিক দূরত্ববিধি মেনে চলতে হবে ৷

এত বিধি মেনে আগামিকাল ক’জন পড়ুয়া নিজের স্কুলে সরস্বতী পুজোর অঞ্জলি দিতে যায়, এখন সেটাই দেখার ৷ তবে মালদা শহরের স্কুলগুলি সাফ জানিয়ে দিয়েছে, এবার সরকারি নির্দেশ মেনেই পুজোর আয়োজন করা হচ্ছে ৷ মালদা জেলা স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ মোবাস্‌সর আনসারি বলেন, “আমরা প্রতি বছরই সরস্বতী পুজো করে থাকি৷ তবে যেহেতু পরিস্থিতি একটু অন্যরকম, তাই এবার স্কুলের পুজো একটু অন্যভাবে হচ্ছে ৷ রাজ্য শিক্ষা দপ্তরের তরফে কোভিড পরিস্থিতিতে সরস্বতী পুজো নিয়ে কিছু নির্দেশিকা এসেছে ৷ আমরা সেই নির্দেশাবলী মেনেই স্কুলে পুজোর আয়োজন করছি ৷ এবার কোনও পড়ুয়াকে পুজোর দায়িত্বে রাখা হয়নি ৷ শিক্ষকরাই সেই দায়িত্ব নিয়েছেন৷ কোরোনা মোকাবিলায় স্কুলে সব ব্যবস্থা করা হচ্ছে ৷ অভিভাবকদের আবেদনের ভিত্তিতে যদি কোনও পড়ুয়া স্কুলের পুজোয় অঞ্জলি দিতে আসে, তবে তাকে সমস্ত বিধি মেনে স্কুলে ঢুকতে হবে ৷ আমরা স্কুলের ভিতরে কোনওভাবেই পড়ুয়াদের ভিড় হতে দেব না ৷”

আরও পড়ুন :মালদায় নিহত ছাত্রীর বাড়িতে তৃণমূল-বিজেপির নেতারা

আজ, সোমবার অবশ্য জেলা স্কুলে দু’তিনজন পড়ুয়ার দেখা মিলেছিল ৷ এবারের পুজো তাদের কেমন লাগছে ? প্রশ্ন করতেই ক্যামেরার সামনে থেকে উধাও তারা৷ হয়তো বা শিক্ষকদের ভয়েই ...

ABOUT THE AUTHOR

...view details