মালদা, 15 ফেব্রুয়ারি : কোরোনা এবার ধাক্কা দিয়েছে বাঙালি পড়ুয়াদের কাছের দেবীকেও ৷ এবার মালদা জেলার কোনও স্কুলেই সরস্বতী পুজোয় সরাসরি অংশ নিতে পারছে না কোনও পড়ুয়া৷ তবে অভিভাবকদের আবেদন সাপেক্ষে পড়ুয়ারা পুজোর অঞ্জলি দিতে পারে ৷ এবার মালদার প্রায় প্রতিটি স্কুলেই সরস্বতী পুজোর আয়োজনের দায়িত্ব বর্তেছে শিক্ষক-শিক্ষিকাদের উপর৷ স্বাভাবিকভাবেই আজ কোনও স্কুলে পড়ুয়াদের দেখা মেলেনি ৷ তবে আশা করা যাচ্ছে, কোরোনা সংক্রমণের ভয় নিয়েই আগামিকাল প্রতিটি স্কুলে অল্প সংখ্যক পড়ুয়া উপস্থিত হতে পারে ৷
দীর্ঘ 11 মাস পর ক’দিন আগেই রাজ্যের স্কুলগুলি খুলেছে ৷ তবে বর্তমানে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাসই করা হচ্ছে৷ অন্য ক্লাসগুলির স্বাভাবিক পঠনপাঠন কবে থেকে চালু হবে, তা নিয়ে এখনও কোনও সরকারি নির্দেশিকা আসেনি ৷ সরকারের তরফে ইতিমধ্যে জানানো হয়েছে, অন্য বছরগুলির মতো এবারও স্কুলে সরস্বতী পুজোর আয়োজন করা যেতে পারে ৷ কিন্তু সেক্ষেত্রে সরকারি নির্দেশিকা মেনেই পুজোর আয়োজন করতে হবে ৷ পুজোকে কেন্দ্র করে স্কুলে পড়ুয়াদের কোনও জমায়েত করা যাবে না ৷ প্রতিটি স্কুলে সঠিক স্যানিটাইজেশন ব্যবস্থা রাখতে হবে ৷ পড়ুয়াদের অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানালে, তবেই কোনও পড়ুয়া স্কুলে অঞ্জলি দিতে আসতে পারে ৷ অঞ্জলি দেওয়ার সময় প্রত্যেক পড়ুয়াকে শারীরিক দূরত্ববিধি মেনে চলতে হবে ৷