মালদা, 9 ফেব্রুয়ারি : মাসির বাড়ি বেড়াতে গিয়ে প্রেমিকাকে বিয়ে করে বাড়ি ফিরেছিল একাদশ শ্রেণির এক পড়ুয়া৷ স্বাভাবিকভাবেই এনিয়ে তাঁকে বকাবকি করেছিলেন বাবা-মা৷ আজ দুপুরে বাড়িতে কেউ না থাকাকালীন একই শাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে নবদম্পতি৷ ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার কোতওয়ালি গ্রামের সাহাপাড়ায়৷
আত্মঘাতী ছাত্রের নাম নির্মল সাহা৷ এলাকায় বাপন নামেই তাকে চেনে সবাই৷ সদ্য আঠারোতে পা দিয়েছে সে৷ স্থানীয় আড়াপুর পরেশনাথ হাইস্কুলে একাদশ শ্রেণিতে পড়ত৷ বাবা নব সাহা পেশায় রাজমিস্ত্রি৷ মা নিয়তিদেবী সাংসদ ও জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুরের বাড়িতে পরিচারিকার কাজ করেন৷ প্রতিদিনের মতো আজ সকালে কাজে বেরিয়ে পড়েন নববাবু ও নিয়তিদেবী৷ সেই সময় নববিবাহিত স্ত্রীকে নিয়ে নিজের ঘরে ছিল বাপন৷ বাড়িতে কেউ ছিল না৷
মৌসমের বাড়িতে রান্নার কাজ সেরে বাড়ি ফিরেই নিয়তিদেবী দেখেন, ছেলের ঘরের দরজা বন্ধ৷ অনেক ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে তিনি দরজার ফাঁক দিয়ে দেখেন, ঘরের ভিতরে ছেলে ও তার সদ্য বিয়ে করা স্ত্রী গলায় ফাঁস দিয়ে ঝুলছে৷ তাঁর চিৎকারে ছুটে আসে এলাকার লোকজন৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইংরেজবাজার থানার পুলিশও৷