মালদা, 8 জুন : বাড়িতে চলছিল মধুচক্র। বিষয়টি আঁচ করতে পারলেও হাতেনাতে ধরতে পারছিলেন না স্থানীয় বাসিন্দারা ৷ সন্দেহ হওয়ায় পুলিশকে বিষয়টি জানান তারাই ৷ মালদার চাঁচল সদরে শেষমেশ মধুচক্র চালানোর অভিযোগে পুলিশি হানায় বাড়ির মালিক-সহ গ্রেফতার 3 (Malda police arrests three including a woman in charges of running sex racket) ৷
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চাঁচল সদর এলাকার ওই বাড়িতে মহিলা একাই থাকতেন ৷ প্রতিদিন বাড়িতে নতুন যুবক-যুবতীদের দেখে সন্দেহ হয় এলাকাবাসীর ৷ এ নিয়ে একাধিকবার ওই মহিলাকে জিজ্ঞাসা করেন স্থানীয় বাসিন্দারা ৷ কিন্তু, পুরো বিষয়টি এড়িয়ে যেতেন ওই মহিলা ৷ দীর্ঘদিন ধরে এলাকাবাসীরা হাতেনাতে ধরার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিল ৷ তাই বাধ্য হয়ে স্থানীয় কয়েকজন বিষয়টি চাঁচল থানায় জানায় ৷ অভিযোগের ভিত্তিতে ওই বাড়িতে হানা দেয় চাঁচল থানার পুলিশের একটি দল ৷ বাড়িতে চার যুবক-যুবতিকে হাতেনাতে ধরেন পুলিশকর্মীরা ৷ গ্রেফতার করা হয় বাড়ির মালিক ওই মহিলা এবং 2 যুবককে ৷