মালদা, 29 অগাস্ট : কোরোনায় আক্রান্ত হলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেপুটি সুপার ৷ শুক্রবার রাতে হাসপাতালের ভাইরোলজি বিভাগে তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজিটি়ভ আসে ৷ আপাতত তাঁকে বাড়িতেই আইসোলশনে রাখা হয়েছে ৷ তিনি পুরাতন মালদার নারায়ণপুর কোরোনা হাসপাতাল পরিচালনার দায়িত্বে রয়েছেন ৷
কোরোনা আক্রান্ত মালদা মেডিকেলের ডেপুটি সুপার - ডেপুটি সুপার
এবার মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেপুটি সুপার কোরোনায় আক্রান্ত হলেন ৷ এদিকে জেলায় কোরোনার সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে ৷
গত 24 ঘণ্টায় মালদা জেলায় মোট 50 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ৷ জেলায় মোট সংক্রমণের সংখ্যা 4 হাজার 378 ৷ ইতিমধ্যে জেলায় মৃত্যু হয়েছে 39 জনের ৷ বর্তমানে বেশিরভাগ আক্রান্তই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছে বলে জানা গিয়েছে ৷ এদিকে স্বাস্থ্য দপ্তরের নির্দেশে মালদা মেডিকেলের ব্লাড ব্যাঙ্কে প্লাজ়মা ব্যাঙ্ক তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে ৷ মেডিকেলের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন, এজন্য যারা কোরোনা থেকে সুস্থ হয়ে উঠেছে তাদের বোঝানো হবে ৷ কারণ, যারা সংক্রমিত হয়েছে সুস্থ হওয়ার নির্দিষ্ট সময় পর তাদের রক্ত থেকেই এই প্লাজ়মা সংগ্রহ করা হবে ৷
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, কোরোনা মোকাবিলায় জেলা জুড়ে সোয়াব পরীক্ষার গতি আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই মুহূর্তে জেলার দুই পৌর এলাকায় সংক্রমণ সবচেয়ে বেশি ৷ তাই মালদা ও পুরাতন মালদা শহরে বাড়ি বাড়ি গিয়ে কোরোনা পরীক্ষা করা যায় কি না তা নিয়ে চিন্তাভাবনা চলছে ৷ সেক্ষেত্রে অ্যান্টিজেন টেস্টকেই প্রাধান্য দেওয়া হবে ৷