মালদা, 6 অগস্ট: নির্যাতিত মহিলাদের কাউন্সেলিংয়ের জন্য মালদা মেডিক্যালে তৈরি হচ্ছে ‘ওয়ান স্টপ সেন্টার’ (Malda Medical Collage Started One Stop Center)। ইতিমধ্যে জেলা প্রশাসন ও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ সেন্টারের জন্য জরুরি বিভাগে পাশে ঘর চিহ্নিত করেছে । সেই জায়গা সংস্কার হলেই দ্রুত কাউন্সেলিং সেন্টার চালু হবে ৷ এমনটাই জানিয়েছেন মালদা মেডিক্যালের সুপার পূরঞ্জয় সাহা ৷
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে নিয়ে সেন্টারের জন্য জায়গা পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। ‘ওয়ান স্টপ সেন্টারে’ দু’জন কাউন্সেলর ও একজন অফিস কর্মী থাকবেন। ইতিমধ্যে সেই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে । মালদা মেডিক্যালের সুপার পূরঞ্জয় সাহা বলেন, ‘‘নির্যাতনের ঘটনায় মহিলাদের শারীরিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসার পাশাপাশি নির্যাতিত মহিলা ও কিশোরীদের কাউন্সেলিংয়ের প্রয়োজনও হয় । সেই জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ‘ওয়ান স্টপ সেন্টার’ চালু করা হচ্ছে ।’’