পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Malda Medical Collage: নির্যাতিত মহিলাদের কাউন্সেলিংয়ের জন্য ‘ওয়ান স্টপ সেন্টার’ - Malda Medical Collage

নির্যাতিত মহিলাদের জন্য বিশেষ উদ্যোগ মালদা মেডিক্যাল কলেজের (Counselling Centre for Victim) ৷ শীঘ্রই মেডিক্যাল কলেজে চালু হতে চলেছে ‘ওয়ান স্টপ সেন্টার’ ৷ যেখানে এলাকার নির্যাতিতাদের কাউন্সেলিং হবে মনোরোগ বিশেষজ্ঞদের দ্বারা ৷ মিলবে আইনি সুবিধাও ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 6, 2022, 9:50 PM IST

Updated : Aug 6, 2022, 10:11 PM IST

মালদা, 6 অগস্ট: নির্যাতিত মহিলাদের কাউন্সেলিংয়ের জন্য মালদা মেডিক্যালে তৈরি হচ্ছে ‘ওয়ান স্টপ সেন্টার’ (Malda Medical Collage Started One Stop Center)। ইতিমধ্যে জেলা প্রশাসন ও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ সেন্টারের জন্য জরুরি বিভাগে পাশে ঘর চিহ্নিত করেছে । সেই জায়গা সংস্কার হলেই দ্রুত কাউন্সেলিং সেন্টার চালু হবে ৷ এমনটাই জানিয়েছেন মালদা মেডিক্যালের সুপার পূরঞ্জয় সাহা ৷

নির্যাতিত মহিলাদের কাউন্সেলিংয়ের জন্য ‘ওয়ান স্টপ সেন্টার’

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে নিয়ে সেন্টারের জন্য জায়গা পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। ‘ওয়ান স্টপ সেন্টারে’ দু’জন কাউন্সেলর ও একজন অফিস কর্মী থাকবেন। ইতিমধ্যে সেই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে । মালদা মেডিক্যালের সুপার পূরঞ্জয় সাহা বলেন, ‘‘নির্যাতনের ঘটনায় মহিলাদের শারীরিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসার পাশাপাশি নির্যাতিত মহিলা ও কিশোরীদের কাউন্সেলিংয়ের প্রয়োজনও হয় । সেই জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ‘ওয়ান স্টপ সেন্টার’ চালু করা হচ্ছে ।’’

আরও পড়ুন: বিনা পারিশ্রমিকে ক্যানসার রোগীদের কাউন্সেলিং করছেন অবসরপ্রাপ্ত শিক্ষক

উল্লেখ্য, জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায়শই নারী নির্যাতনের অভিযোগ আসে । নির্যাতিতার শারীরিক চিকিৎসার প্রয়োজন হলে তাঁদের মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় । নির্যাতনের প্রভাব শরীরের থেকে বেশি মনেও পড়ে ৷ শারীরিক ক্ষতর সঙ্গে তৈরি হয় মানসিক ক্ষত ৷ তখনই কাউন্সেলিংয়ের প্রয়োজন হয়। চিকিৎসার পাশাপাশি ভিক্টিমদের কাউন্সেলিংয়ের জন্যই পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন । এই সেন্টারে কাউন্সেলিংয়ের পাশাপাশি মহিলারা আইনি সহায়তাও পাবেন ।

Last Updated : Aug 6, 2022, 10:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details