মালদা, 29 সেপ্টেম্বর: 51 পীঠের সমাহার৷ এবার পুজোয় মালদা শহরের মহানন্দা ক্লাব ও লাইব্রেরির উপস্থাপনা ৷ মহালয়ায় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করেছেন৷ তারপর থেকে প্রতিদিনই ভিড় জমছে পুজো মণ্ডপে৷ সন্ধের পর জোরালো হচ্ছে ভিড় ৷ উদ্যোক্তারা বলছেন, পঞ্চমীর রাত থেকেই ভিড় আছড়ে পড়বে মণ্ডপে ৷ দেবীর পীঠদর্শন করতে শুধু বয়স্ক নয়, ভিড় জমাচ্ছে জেন ওয়াইও ৷ মালদা শহরে মহানন্দা নদীর ধারের এই পুজোর এবার সুবর্ণ জয়ন্তী ৷
ক্লাবের অন্যতম সদস্য প্রশান্তকুমার মিত্র বলেন, "এবার আমরা সতীর 51 পীঠকে আমাদের মণ্ডপে তুলে এনেছি ৷ প্রতিটি পীঠের মন্দির ও প্রতিমাকে হুবহু তুলে ধরা হয়েছে ৷ মাস ছ'য়েক ধরে আমাদের প্রস্তুতি চলছে ৷ প্রায় 25 লাখ টাকা বাজেট ৷ ক্লাব সদস্যদের সঙ্গে মানুষও আমাদের আর্থিক সহযোগিতা করেছেন ৷ প্রতিমা তৈরি করেছেন জেলার প্রখ্যাত মৃৎশিল্পী রাজকুমার পণ্ডিত ও তাঁর ছেলে কণক পণ্ডিত ৷ স্থানীয় ডেকরেটর শিল্পী প্যান্ডেলের কাজ করলেও আলোর দায়িত্বে রয়েছেন নবদ্বীপের শিল্পীরা ৷ উদ্বোধনের পর থেকেই আমাদের মণ্ডপে মানুষের ভিড় জমছে ৷"