পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Cut Money: আবাস যোজনার ঘর পাইয়ে দিতে কাটমানির দাবি, জেলাশাসকের দ্বারস্থ পরিবার - জেলাশাসকের দ্বারস্থ পরিবার

প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Pradhan Mantri Awas Yojana) ঘর পাইয়ে দিতে কাটমানি (Cut Money) নেওয়ার অভিযোগ উঠল মালদায় ৷ আবাস যোজনার সুবিধে পাইয়ে দিতে পাঁচ হাজার টাকা দাবির অভিযোগ করেন অমল বসাক ৷ গত 5 অগস্ট দ্রৌপদী বসাক প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করেন ।

Cut Money
Cut Money

By

Published : Aug 30, 2022, 10:07 PM IST

মালদা, 30 অগস্ট: পঞ্চায়েত নির্বাচনের আগে পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের গ্রেফতারিতে ব্যাকফুটে শাসকদল । দলের স্বচ্ছ ভাবমূর্তি ফেরাতে মরিয়া তৃণমূল সুপ্রিমো । এরই মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাটমানি নেওয়ার করার অভিযোগ উঠল ইংরেজবাজারের কাজিগ্রাম পঞ্চায়েত এলাকায় (Malda family accuses TMC of taking cut money) । সমস্ত ঘটনা জানিয়ে জেলাশাসকের দ্বারস্থ হয়েছে ওই পরিবার ।

ইংরেজবাজারের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের চণ্ডিপুরের আজিমপুরের বাসিন্দা দ্রৌপদী বসাক । স্বামী ভবেশ বসাক কয়েকবছর আগে মারা গিয়েছেন । তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে । বর্তমানে ছেলে অমল বসাকের সঙ্গেই থাকেন দ্রৌপদী । অমল রাজমিস্ত্রীর কাজ করেন । গত 5 অগস্ট দ্রৌপদী প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) জন্য আবেদন করেন । সেই আবেদনের ভিত্তিতে গত 25 অগস্ট কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েত থেকে দুই কর্মী তদন্ত করতে আসেন ।

ইংরেজবাজারের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের চণ্ডিপুরের আজিমপুরের বাসিন্দা দ্রৌপদী বসাক

অভিযোগ, ওই দুই কর্মী আবাস যোজনার সুবিধে পাইয়ে দিতে পাঁচ হাজার টাকা দাবি করেন । ওই দুই কর্মী দ্রৌপদীকে জানায়, এই টাকা পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সেক্রেটারি সবাইকে দিতে হবে । টাকা না-দিলে আবাস যোজনার সুবিধে পাওয়া যাবে না । কিন্তু তাতেও টাকা দিতে রাজি হননি দ্রৌপদী । গত 27 অগস্ট ফের ওই দুই কর্মী দ্রৌপদীর বাড়িতে যান । দ্রৌপদী বাড়িতে না-থাকায় তাঁর বোনকে পাশের একটি পাকা বাড়ির সামনে নিয়ে গিয়ে ছবি তুলে নেয় ওই দুই কর্মী বলেও অভিযোগ । বিষয়টি জানতে পেরে গতকাল পঞ্চায়েত প্রধানের সঙ্গে দেখা করতে যান দ্রৌপদীর ছেলে অমল । কিন্তু সেখানেও কাজ না হওয়ায় অবশেষে আজ জেলাশাসকের দ্বারস্থ হয়েছে ওই পরিবার ।

আরও পড়ুন:পুলিশের নামে সোশাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খুলে তোলাবাজি, সত্যতা স্বীকার মালদা পুলিশ সুপারের

প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দিতে কাটমানির দাবির অভিযোগ

অমল বলেন, "আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের জন্য আবেদন করেছিলাম । পঞ্চায়েত থেকে ফোন করে 25 তারিখ ঘরের ছবি তুলতে আসার কথা বলা হয় । সেদিন পঞ্চায়েত থেকে দুই কর্মী এসে ঘর পাইয়ে দেওয়ার জন্য 5 হাজার টাকা দাবি করেন । কেন টাকা দিতে হবে তা জানতে চাইলে, ওই দুই কর্মী জানায়, এই টাকা প্রধান ও উপপ্রধানকে দিতে হয় । টাকা দিতে রাজি না-হওয়ায় সেই সময় ওরা ফিরে চলে যায় । 27 তারিখ ফের ওই দুই কর্মী বাড়িতে আসে । সেদিন আমরা বাড়িতে কেউ ছিলাম না । সেই সময় পাশের বাড়ি থেকে মাসিকে ডেকে অন্য একটি বাড়ির সামনে দাঁড় করিয়ে ছবি তুলে নেয় তারা । বিষয়টি জানতে পেরে সোমবার আমি পঞ্চায়েত অফিসে গিয়ে বিষয়টি জানতে চাইলে তারা জানায় কিছু হবে না । বাধ্য হয়ে আজ আমরা জেলাশাসকের দ্বারস্থ হয়েছি । আমাদের মাটির বাড়ি ভেঙে পড়ছে । আমরা চাই জেলাশাসক বিষয়টি খতিয়ে দেখে আমাদের যোজনার সুবিধে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করুক ।"

ABOUT THE AUTHOR

...view details