পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

থানা ঘেরাও করে বিক্ষোভ মালদা জেলা BJP-র - উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু

দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল মালদা জেলা BJP ৷

malda bjp protests
ইংরেজবাজার থানা ঘেরাও করে বিক্ষোভ

By

Published : Jul 1, 2020, 9:39 PM IST

মালদা, 1 জুলাই: BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে ইংরেজবাজার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল জেলা BJP নেতৃত্ব। থানা ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, BJP-র জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল সহ কর্মী-সমর্থকরা। যদিও এদিন জেলা BJP-র পক্ষ থেকে পুলিশে কোনও ডেপুটেশন দেওয়া হয়নি।

BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময় আবাসনের কাছে তিনি আক্রান্ত হন ৷ দুষ্কৃতীরা তাঁর গাড়ি ভাঙচুর করে বলেও অভিযোগ ৷ এই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি নেয় BJP ৷ বেলা তিনটে নাগাদ উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে BJP-র কর্মী-সমর্থকরা ইংরেজবাজার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়।

খগেনবাবু বলেন, “আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। তাঁকে ধাক্কাধাক্কি করা হয়েছে। তৃণমূল আশ্রিত ওই দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তৃণমূল গোটা বাংলা জুড়ে এভাবে সাধারণ মানুষের উপর হামলা করে আওয়াজ থামিয়ে দিতে চাইছে। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার দাবিতে আমরা থানা ঘেরাও করেছি।”

ABOUT THE AUTHOR

...view details