পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মালদায় লরি থেকে উদ্ধার 90 লাখ - police

মালদায় একটি লরিতে তল্লাশি চালিয়ে গতরাতে প্রায় 90 লাখ টাকা উদ্ধার করে ইংরেজবাজার থানার পুলিশ । আজ তাকে IPC 379, 411, 120 B ধারায় 10 দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে তোলা হয় ।

টাকা উদ্ধার

By

Published : Jul 3, 2019, 5:09 PM IST

Updated : Jul 3, 2019, 7:28 PM IST

মালদা, 3 জুলাই : প্রায় 90 লাখ টাকা-সহ এক লরিচালককে গ্রেপ্তার করল মালদার ইংরেজবাজার থানার পুলিশ । এত পরিমাণ টাকা কোথা থেকে এল, তা জানতে চাওয়া হয় চালকের কাছে । কিন্তু তার কোনও সদুত্তর দিতে না পারায় গ্রেপ্তার করা হয় তাকে।

ভিডিয়োয় দেখুন

গোপনসূত্রে খবর পেয়ে গতকাল রাত 11টা নাগাদ মালদার ইংরেজবাজার থানার পুলিশ যদুপুর সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে হানা দেয় । জাতীয় সড়কে একটি লরিতে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ লুকানো 90 লাখ 7 হাজার 500 টাকা উদ্ধার করে পুলিশ । লরির চালক ওমর ফারুককে গ্রেপ্তার করা হয় । তবে খালাসি রাজু শেখ পালিয়ে যায় পুলিশের নজর এড়িয়ে। লরিচালক ও খালাসি দু'জনের বাড়ি মালদার কালিয়াচকের শাহবাজপুরের সাদরিটোলায় । উদ্ধার হওয়া সমস্ত নোটগুলি ভারতীয় মুদ্রায় 2000 ও 500 টাকার । ভারতীয় দণ্ডবিধির 379, 411, 120 B ধারায় মামলা দায়ের হয়েছে লরিচালকের বিরুদ্ধে। এ দিন 10 দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে তোলা হয় তাকে।

Last Updated : Jul 3, 2019, 7:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details