মালদা, 3 জুলাই : প্রায় 90 লাখ টাকা-সহ এক লরিচালককে গ্রেপ্তার করল মালদার ইংরেজবাজার থানার পুলিশ । এত পরিমাণ টাকা কোথা থেকে এল, তা জানতে চাওয়া হয় চালকের কাছে । কিন্তু তার কোনও সদুত্তর দিতে না পারায় গ্রেপ্তার করা হয় তাকে।
মালদায় লরি থেকে উদ্ধার 90 লাখ - police
মালদায় একটি লরিতে তল্লাশি চালিয়ে গতরাতে প্রায় 90 লাখ টাকা উদ্ধার করে ইংরেজবাজার থানার পুলিশ । আজ তাকে IPC 379, 411, 120 B ধারায় 10 দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে তোলা হয় ।
গোপনসূত্রে খবর পেয়ে গতকাল রাত 11টা নাগাদ মালদার ইংরেজবাজার থানার পুলিশ যদুপুর সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে হানা দেয় । জাতীয় সড়কে একটি লরিতে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ লুকানো 90 লাখ 7 হাজার 500 টাকা উদ্ধার করে পুলিশ । লরির চালক ওমর ফারুককে গ্রেপ্তার করা হয় । তবে খালাসি রাজু শেখ পালিয়ে যায় পুলিশের নজর এড়িয়ে। লরিচালক ও খালাসি দু'জনের বাড়ি মালদার কালিয়াচকের শাহবাজপুরের সাদরিটোলায় । উদ্ধার হওয়া সমস্ত নোটগুলি ভারতীয় মুদ্রায় 2000 ও 500 টাকার । ভারতীয় দণ্ডবিধির 379, 411, 120 B ধারায় মামলা দায়ের হয়েছে লরিচালকের বিরুদ্ধে। এ দিন 10 দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে তোলা হয় তাকে।