পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Malda Flood Situation: বন্যার জল ঢুকল স্বাস্থ্যকেন্দ্রে, সমস্যায় এলাকাবাসী ও চিকিৎসকরা - বন্যার জল ঢুকল স্বাস্থ্যকেন্দ্রে

মালদার বন্যার (Malda Flood Situation) জল ঢুকে পড়েছে স্বাস্থ্যকেন্দ্রেও ৷ দুর্দশায় দুর্গতরা, সমস্যায় পড়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও ৷ স্থানীয়দের দাবি, স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার রাস্তাটি উঁচু করে দিলে মানুষকে এই সমস্যা পোহাতে হয় না ৷

Locals facing problems due to water entered at health centre in Malda
Malda Flood Situation

By

Published : Sep 7, 2022, 7:36 PM IST

মালদা, 7 সেপ্টেম্বর: দুই নদীর জল এখন আর আলাদা করে চেনার উপায় নেই ৷ গ্রামে নদীর জল কোথাও ঘন সবুজ, কোথাও বা কালচে ৷ বেশ কয়েকদিন ধরে জমা জল এবার পচতে শুরু করেছে ৷ ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশার উপদ্রব ৷ পাল্লা দিয়ে বাড়ছে জ্বর, সর্দি-কাশি-সহ বিভিন্ন ধরনের অসুখ ৷

বেসরকারি কোনও স্বাস্থ্য পরিষেবা না থাকায় এলাকাবাসীর একমাত্র ভরসা সরকারি স্বাস্থ্যকেন্দ্র ৷ সেখানেও বিপত্তি ৷ বন্যার জল ঢুকে পড়েছে স্বাস্থ্যকেন্দ্রের চত্বরেও ৷ সেই জমা জল পেরিয়েই পরিষেবা নিতে ও দিতে যাচ্ছেন রোগী ও চিকিৎসকরা ৷ সবারই বক্তব্য, স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার রাস্তাটি উঁচু করে দিলে মানুষকে এই সমস্যা পোহাতে হয় না ৷ এ নিয়ে অনেকবার স্থানীয় পঞ্চায়েত ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও ফল মেলেনি বলে জানাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা ৷ সব মিলিয়ে সংকটে অন্তত 30 হাজার মানুষ ৷

জমা জল পেরিয়েই পরিষেবা নিতে ও দিতে যাচ্ছেন রোগী ও চিকিৎসকরা

গঙ্গার ভাঙনে বিপর্যস্ত মানিকচক, কালিয়াচক 3 ও রতুয়া-1 ব্লকের বিস্তীর্ণ অংশ (Malda Flood Situation) ৷ কিন্তু এই মুহূর্তে বন্যায় ভাসছে শুধুমাত্র রতুয়া-1 ব্লকের বিলাইমারি ও মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের 20টিরও বেশি গ্রাম ৷ দুর্গতরা অভিযোগ তুলেছেন, প্রশাসনের তরফে তাঁদের এখনও ত্রাণ সামগ্রী দেওয়া হয়নি ৷ পানীয় জলের ব্যবস্থা করা হয়নি ৷ যোগাযোগের জন্য নৌকারও ব্যবস্থা নেই ৷ এখনও পর্যন্ত তাঁরা ঘরে থাকা শুকনো খাবার খেয়ে দিন কাটাচ্ছেন ৷ অনেক দূর থেকে পানীয় জল নিয়ে আসতে হচ্ছে ৷ এই পরিস্থিতিতে তাঁরা গৃহপালিত পশুদের নিয়ে চরম সমস্যায় পড়েছেন ৷ কারণ, কোথাও গোখাদ্য নেই ৷

বন্যার জল ঢুকে পড়েছে স্বাস্থ্যকেন্দ্রের চত্বরেও

বন্যা হলে মানুষের অভিযোগ, চাহিদা বাড়বেই ৷ সেটাই দস্তুর ৷ কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা, ওই এলাকায় সরকারি স্বাস্থ্য পরিষেবা বহাল রাখা ৷ অন্তত তেমনটাই মনে করছে প্রশাসন ৷ এই ভাবনার পিছনে যথেষ্ট কারণও রয়েছে ৷ বন্যাক্লিষ্ট এলাকায় মহানন্দটোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রই এখন দুর্গত মানুষজনের চিকিৎসার একমাত্র ভরসা ৷ কিন্তু সেখানেও জল ৷ আজ জল পেরিয়েই স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন জগবন্ধুটোলার নন্দলাল মণ্ডল ৷ পেশায় টোটোচালক তিনি ৷ তাঁর ঘরেও জল ঢুকেছে ৷ তিনি বলেন, "স্বাস্থ্যকেন্দ্রের রাস্তায় অনেক গর্ত রয়েছে ৷ জলে কিছু বোঝা যাচ্ছে না ৷ বন্যায় মশার উপদ্রব খুব বেড়ে গিয়েছে ৷ জ্বরে পড়েছি ৷ ওষুধ নিতে এখানে এসেছি ৷ জল পেরিয়েই স্বাস্থ্যকেন্দ্রে আসতে হয়েছে ৷ কিন্তু জমা জলে হেঁটে এক অসুখ সারাতে আরেকটা বাধবে না তো !"

মালদার বন্যার জল ঢুকে পড়েছে স্বাস্থ্যকেন্দ্রেও

স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট শুভদীপ দাস বলেন, "স্বাস্থ্যকেন্দ্রটি নীচু ৷ এখানে তিন বছর ধরে জল জমতে দেখছি ৷ এর আগে তো আউটডোরের ভিতর এক কোমর জল ছিল ৷ জল জমা আমরা আটকাতে পারব না ৷ কিন্তু রাস্তাটা একটু উঁচু করে দিলে আমাদের সঙ্গে রোগীদেরও সুবিধে হয় ৷ অ্যাম্বুলেন্স সরাসরি এখানে আসতে পারে ৷ জল নামার পর কিন্তু কাদায় কোনও গাড়ি ভিতরে ঢুকতে পারবে না ৷ সেই সময় রোগী, বিশেষ করে প্রসূতিদের এখানে আসতে খুব সমস্যায় পড়তে হবে ৷ রাস্তা উঁচু করার জন্য স্থানীয় পঞ্চায়েত এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিন বছর ধরে বলেছি ৷ কিন্তু কাজ হয়নি ৷" (Locals facing problems due to water entered at health centre)

আরও পড়ুন:ফুলহরের জলে ডুবেছে একাধিক গ্রাম, ক্ষুব্ধ দুর্গত মানুষ

হাঁটু পর্যন্ত প্লাস্টিক জড়িয়ে রোগীদের পরিষেবা দিতে এসেছেন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ইজাজুল হক ৷ তিনি বলেন, "2 সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যকেন্দ্র চত্বরে জল ঢুকতে শুরু করে ৷ 3 তারিখ থেকে পুরো স্বাস্থ্যকেন্দ্রই জলমগ্ন ৷ এই পরিস্থিতিতে আমরা রাতে জরুরি পরিষেবা দিতে পারছি না ৷ দিনে যতটা পারি পরিষেবা দিচ্ছি ৷ আউটডোর অবশ্য চালু রয়েছে ৷ পরিষেবা দেওয়ার মতো পরিস্থিতি না থাকলেও যতটা পারছি রোগীদের চিকিৎসা করছি ৷ জমা জলে সাপের উপদ্রব বাড়ছে ৷ আমার কোয়ার্টারেও সাপ বেরিয়েছে ৷ ফলে একটু ভয় তো আছেই ৷ এদিকে এখানে রোগীদের সংখ্যাও অনেক বেড়েছে ৷ এই পরিস্থিতিতে স্বাস্থ্যকেন্দ্রের রাস্তাগুলো একটু উঁচু করে দিলে আমরা খুব উপকৃত হই ৷"

ABOUT THE AUTHOR

...view details