পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মালদায় বেআইনি মদের ঠেক ভাঙল প্রমীলাবাহিনী - মদ

দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুরে বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগ উঠেছে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ''একাধিকবার পুলিশে অভিযোগ জানিয়েও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি । বাধ্য হয়েই আইন হাতে তুলে নেন মহিলারা ।''

মালদায় বেআইনি মদের ঠেক ভাঙল প্রমীলাবাহিনী

By

Published : Oct 21, 2019, 5:23 AM IST

Updated : Oct 21, 2019, 1:08 PM IST

মালদা, 21 অক্টোবর : একাধিকবার পুলিশে অভিযোগ জানিয়েও লাভ হয়নি । বাধ্য হয়েই বেআইনি মদের ঠেক উচ্ছেদ অভিযানে নামল প্রমীলাবাহিনী । রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের লক্ষ্মীপুরে । যদিও এই ঘটনায় পুলিশ প্রশাসনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

মালদা শহর থেকে খানিকটা দূরেই লক্ষ্মীপুর । দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুরে বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগ উঠেছে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ''একাধিকবার পুলিশে অভিযোগ জানিয়েও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি । বাধ্য হয়েই আইন হাতে তুলে নেন মহিলারা ।'' রবিবার দুপুরে এলাকার বেশ কয়েকটি বেআইনি মদের ঠেকে উচ্ছেদ অভিযান চালান তাঁরা ।

দেখুন ভিডিয়ো

স্থানীয় বাসিন্দা আশা মণ্ডল বলেন, ''গ্রামের পুরুষরা ঘরে ফেরার পথে মদ্যপান করে প্রতিদিন ৷ বাড়িতে ঝামেলা করে । সংসার খরচের জন্য কোনও টাকাপয়সা না দিয়ে সেই টাকা দিয়ে নিয়মিত মদ্যপান করে । বাড়ির ছেলেমেয়েরাও না খেয়ে থাকে । কিছু বলতে গেলেই চলে গালিগালাজ-মারধর ।'' স্থানীয় মহিলাদের কথায়, এলাকার বিভিন্ন বেআইনি মদের ঠেক তোলার জন্য পুলিশের কাছে আবেদন জানানো হলেও কোনও লাভ হয়নি । মদ ব্যবসায়ীদের থেকে পুলিশ টাকা নেয় । তাই পদক্ষেপ করে না । বাধ্য হয়েই এলাকার বেআইনি মদের দোকান উচ্ছেদ অভিযানে নেমেছেন তাঁরা । ''বেআইনি মদ ব্যবসায়ীরা যদি মদ বিক্রি বন্ধ না করে, তবে তাদেরও জব্দ করা হবে'', একথা বলেন আশা ৷

Last Updated : Oct 21, 2019, 1:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details