মালদা, 6 ডিসেম্বর : ইংরেজবাজারের ধানতলা এলাকায় আমবাগান থেকে অজ্ঞাতপরিচয় যুবতির দগ্ধ দেহ উদ্ধারের পর পেরিয়ে গেছে 24 ঘণ্টা ৷ কিন্তু এখনও অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে পুলিশ ৷ এখনও পর্যন্ত জানা যায়নি মৃত যুবতির পরিচয় ৷ তাঁকে আমবাগানে নিয়ে খুন করা হয়েছে, না কি বাইরে খুন করার পর তাঁর মৃতদেহ বাগানে নিয়ে এসে পুড়িয়ে দেওয়া হয়েছে তা নিয়ে ধন্দে পুলিশ ৷ নির্দিষ্ট কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তদন্তকারীরা ৷ তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে পুলিশের অনুমান, মৃত যুবতির সঙ্গে ধর্ষণের কোনও ঘটনা ঘটেনি ৷ যদিও পুলিশের এই অনুমান মানতে রাজি নন জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন ৷ তিনি জানান, ময়নাতদন্তের সম্পূর্ণ রিপোর্ট পাওয়ার পরই এবিষয়ে নিশ্চিত হওয়া যাবে ৷ তবে তাঁরা মনে করছেন, যুবতিকে ধর্ষণ করা হয়েছিল ৷ প্রমাণ লোপাটের জন্য পরে তাঁকে পুড়িয়ে দেওয়া হয় ৷
গতকাল ওই যুবতির দেহ উদ্ধারের পর দফায় দফায় এলাকায় তদন্ত চালায় পুলিশ ৷ ঘটনাস্থানে যান খোদ পুলিশ সুপার অলোক রাজোরিয়া ৷ গতকাল ঘটনাস্থান থেকে একাধিক নমুনা সংগ্রহ করা হয় ৷ আজ দুপুরেও পুলিশ সুপার সহ পুলিশের একাধিক আধিকারিক ঘটনাস্থানে আসেন ৷ আজও তাঁরা একাধিক নমুনা সংগ্রহ করেন ৷ ঘুরে দেখেন সংলগ্ন এলাকা ৷ তদন্তের পর পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, "এই ঘটনার তদন্তভার ইংরেজবাজার থানার IC-কে দেওয়া হয়েছে ৷ এই এলাকায় যতগুলি CCTV রয়েছে, আমরা সে গুলির ফুটেজ সংগ্রহ করেছি ৷ আপাতত দুই-তিনটি ফুটেজ সংগ্রহ করা গেছে ৷ আমরা আরও ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি ৷ এই ফুটেজ থেকে আমরা ক্লু পেতে পারি বলে আশা করছি ৷ আমরা আশেপাশের গ্রামবাসীদের সঙ্গেও কথা বলছি ৷ তার জন্য পুলিশের বেশ কয়েকটি টিম গঠন করা হয়েছে ৷ মৃত যুবতির পরিচয় জানার জন্য সবরকম চেষ্টা চলছে ৷ গতকালই মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে ৷ ময়নাতদন্তের পুরো রিপোর্টও আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব বলে আশা করছি ৷"