মালদা, 04 ডিসেম্বর: বিবাহিত হয়েও তরুণীর সঙ্গে প্রেম, শারীরিক সম্পর্ক (Extra Marital Affair) । কিন্তু বিয়ের জন্য চাপ এলে প্রেমিকাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন (Murder in Malda) যুবকের । এমন রোমহর্ষক ঘটনায় চাঞ্চল্য মালদায় । গ্রেফতার হয়েছেন অভিযুক্ত যুবক । জেরায় পুলিশের কাছে তিনি অপরাধ স্বীকার করে নিয়েছেন বলে জানা গিয়েছে ।
মঙ্গলবার রতুয়া 2 নম্বর ব্লকের মহারাজপুর অঞ্চলের খৈলসানা গ্রামে একটি আমবাগানের মধ্যে ওই তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় (Woman Stabbed to Death) । স্থানীয়রা কেউ তাঁকে চিনতে পারেননি । তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃত তরুণীর নাম নাসিমা খাতুন । বয়স 24 বছর । বাড়ি পুখুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পরাণপুর গ্রামে ।
এর পর নাসিমার মোবাইল ফোনের সূত্র ধরে অপরাধের কিনারা করতে নামে পুলিশ । তাতেই স্থানীয় রানিনগর গ্রামের যুবক তারিকুল আলমের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের হদিশ মেলে । তারিকুল পেশায় পরিযায়ী শ্রমিক । মাস তিনেক আগে কেরল থেকে বাড়ি ফিরেছে । তরুণীর সঙ্গে তাঁর কথোপকথনের ভিত্তিতে তারিকুলকে থানায় নিয়ে এসে জেরা করতে শুরু করে পুখুরিয়া থানার পুলিশ ।
আরও পড়ুন:Husband left Wife : কন্যাসন্তানের জন্ম দেওয়ায় স্ত্রী ও সদ্যোজাতকে ছেড়ে পালালেন স্বামী
তাতেই পুলিশের সামনে অভিযুক্ত তারিকুল অপরাধ স্বীকার করে নেয় বলে জানিয়েছে পুলিশ । বলা হয়েছে, কেরলে থাকাকালীন নাসিমার সঙ্গে ফোনে যোগাযোগ হয় তারিকুলের । নিয়মিত কথা বলতে বলতে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । তারিকুল কেরল থেকে ফিরে এলে দু’জনে শারীরিক সম্পর্কেও জড়ান । তার পর থেকেই নাসিমা বিয়ের কথা পাড়েন ।