মালদা, 13 মে : দাদার অনুপস্থিতিতে বউদিকে অপহরণ করে বিহারে পাচার করার অভিযোগ উঠল দেওরদের বিরুদ্ধে (In-Laws Allegedly Abduct woman for Human Trafficking) । এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের দৌলতপুর এলাকায় । এনিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বধূর মা । নিখোঁজ বধূর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ । অভিযোগ দায়েরের পর থেকেই এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা ৷
নিখোঁজ গৃহবধূর নাম রিনা বিবি । বয়স 27 বছর । তাঁর স্বামী জাহাঙ্গির খান বর্তমানে কলকাতায় কর্মরত । পেশায় শ্রমিক তিনি । বছর ছয়েক আগে ভাটোল চণ্ডীপুর এলাকার রিনার সঙ্গে তাঁর বিয়ে হয় । তাঁর বাড়ি দৌলতপুর গ্রামে । অভিযোগ, জাহাঙ্গিরের অনুপস্থিতিতে তাঁর ভাইরা বউদিকে প্রায়শই উত্যক্ত করত, কুপ্রস্তাব দিত । রিনার মা সাবেদা খাতুন বলেন, “গত 9 মে রাতে মেয়ে নিজের ঘরে ঘুমিয়েছিল । সেই সময় জাহাঙ্গিরের ভাই সাহিল, আবুয়া, মাসেদ-সহ কয়েকজন আমার মেয়েকে তুলে নিয়ে যায় । তারপর থেকে আমি মেয়ের কোনও খোঁজ পাচ্ছি না । আমার মেয়েকে ওরা কোথায় নিয়ে গিয়েছে বুঝতে পারছি না । তবে আমার ধারণা, ওরা মেয়েকে বিহারে নিয়ে চলে গিয়েছে ।”