পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্যে কতগুলি আসনে জয়ের আশা রয়েছে? প্রশ্ন শুনে মেজাজ হারালেন বিমান - বামফ্রন্ট

বিমান বসু আজ উত্তর মালদা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থীর হয়ে প্রচার অভিযানে অংশগ্রহণ করেন। রাজ্যে কতগুলি আসনে বামফ্রন্টের জয়ের সম্ভাবনা আছে প্রশ্ন শুনে তিনি মেজাজ হারান এবং বলেন, "এই ব্যাপারে মন্তব্য করা মানে প্রিম্যাচিওরড কথা বলা। যারা প্রিম্যাচিওর তাদের জিজ্ঞাসা করুন।"

বিমান বসু

By

Published : Apr 4, 2019, 3:09 PM IST

Updated : Apr 4, 2019, 7:04 PM IST

মালদা, 4 এপ্রিল : "যেখানে আমাদের মনোনীত প্রার্থী নেই সেখানে আমাদের কর্মীরা প্রচার করবেন যে, যাঁরা BJP ও তৃণমূলকে হারাতে পারবেন তাঁদের ভোট দিন।" আজ উত্তর মালদা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী CPI(M)-এর বিশ্বনাথ ঘোষের হয়ে প্রচারে গিয়ে এই মন্তব্য করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।

বিশ্বনাথ ঘোষের সমর্থনে আজ পুরাতন মালদার রায়পুর, মহাদেবপুর, মুচিয়া প্রভৃতি এলাকায় প্রচার করেন বিমান বসু। কখনও পায়ে হেঁটে, কখনও বা গাড়িতে চেপে চলে প্রচার অভিযান। এই নির্বাচনে অবশ্য দক্ষিণ মালদা কেন্দ্রে কোনও প্রার্থী দেয়নি বামফ্রন্ট। তাই ওই কেন্দ্রে যারা BJP ও তৃণমূলকে হারাতে পারবে তাদেরই ভোট দিতে নির্দেশ দিয়েছেন দলীয় কর্মী-সমর্থকদের। দক্ষিণ মালদায় কংগ্রেসের সঙ্গে যৌথভাবে কোনও প্রচার করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, "যৌথ প্রচারের কোনও ব্যাপার তো কোনদিনই ছিল না। বামফ্রন্টের কারোর সঙ্গে জোট ছিল না, ঘোঁটও ছিল না। ছিল হচ্ছে আসন সমঝোতার কথা। যা হয়নি।" রাজ্যে লোকসভার 42টি আসনের মধ্যে ক'টিতে বামফ্রন্টের জয়ের সম্ভাবনা আছে এই প্রশ্নের উত্তরে তিনি মেজাজ হারান। তিনি বলেন, "এই ব্যাপারে মন্তব্য করা মানে প্রিম্যাচিওরড কথা বলা এবং এটা প্রিম্যাচিওর যারা তাদের জিজ্ঞাসা করুন।"

আজ বিমান বসুর সঙ্গে প্রচারে অংশগ্রহণ করেছিলেন জেলার অন্য বাম নেতা ও কর্মী-সমর্থকরা। প্রচারকে কেন্দ্র করে কয়েকটি মোটরবাইকের মিছিলও বের করা হয়েছিল।

Last Updated : Apr 4, 2019, 7:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details