মালদা, 19 জুন : সমাজের মূলস্রোতে ফিরতে চেয়ে আগ্নেয়াস্ত্র ছেড়েছেন বহুদিন আগে । রাজ্য সরকার আত্মসমর্পণকারী KLO জঙ্গিদের জন্য চাকরির কথাও ঘোষণা করেছিলেন । কিন্তু এখনও জোটেনি চাকরি । চাকরির দাবিতে ফের একবার জেলাশাসক ও পুলিশ সুপারের দ্বারস্থ হলেন মালদা জেলার প্রাক্তন KLO জঙ্গিরা । প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথাও জানান তাঁরা । তারপরও যদি চাকরি না জোটে তবে আবার পুরোনো পথেই ফিরে যাবেন এমন ইঙ্গিত দিয়েছেন প্রাক্তন KLO জঙ্গিরা ।
মেলেনি চাকরি, পুরোনো পথে ফেরার ইঙ্গিত প্রাক্তন KLO জঙ্গিদের
প্রতিশ্রুতি মত চাকরি না মিললে ফের পুরোনো পথেই ফিরে যাওয়ার ইঙ্গিত সমাজের মূল স্রোতে ফিরে আসা প্রাক্তন KLO জঙ্গিদের ।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন KLO জঙ্গিদের মূল স্রোতে ফেরার আবেদন জানিয়েছিলেন তখন মালদার হবিবপুর ও বামনগোলা ব্লকের বহু যুবক নিজেদের নাম লিখিয়েছিল । রতন রায় (প্রাক্তন KLO জঙ্গি)-এর কথা মত মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে প্রাথমিক পর্যায়ে 36 জনকে হোমগার্ডের কাজে নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন । সেইমতো জেলাশাসক, পুলিশ সুপারকে আবেদনপত্রও জমা দিয়েছিলেন তাঁরা । কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল সামনে নির্বাচন রয়েছে । পরে বিষয়টি দেখা হবে । রতনবাবু বলেন, "আজকে আমরা DM স্যারের সঙ্গে কথা বললাম । তিনি বলেন বিষয়টা SP স্যারের বিষয় । তাঁর সঙ্গে আলোচনা করে আপনাদের ব্যপারটা আমরা দেখব ।" প্রতিশ্রুতি মতো যদি নিয়োগ না করা হয় তাহলে কী করবেন? উত্তরে রতনবাবু বলেন, "মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব । তারপর পরবর্তী পদক্ষেপ নেব । " যদি সমস্যার সমাধান না হয় তাহলে কি পুরোনো রাস্তায় ফিরে যাবেন? এপ্রশ্নের উত্তরে তিনি বলেন, নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তাঁরা ।