মালদা, 15 অক্টোবর :আবেদন-নিবেদন চলছে 2017 সাল থেকে ৷ কাজ হয়নি ৷ শেষ পর্যন্ত জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হন গ্রামবাসীরা ৷ সম্প্রতি মানবাধিকার কমিশনের তরফে জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে, দ্রুত গ্রামে পানীয় জল পৌঁছে দিতে হবে ৷ এ নিয়ে আগামী 8 সপ্তাহের মধ্যে জেলাশাসকের রিপোর্টও তলব করেছে কমিশন ৷ সেই নির্দেশিকা প্রাপ্তির খবর স্বীকার করে জেলাশাসক জানিয়েছেন, শুধু একটি বা দু'টি গ্রামে নয়, 2024 সালের মধ্যে জেলার প্রতিটি বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়া হবে (Human Rights Take Initiative to Provide Drinking Water)৷
ঘটনাটি ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাগবাড়ি, 52 বিঘা, গোপালনগর গ্রামগুলির ৷ এই গ্রামগুলিতে 10 হাজারেরও বেশি পরিবারের বসবাস ৷ জনসংখ্যা 50 হাজারের বেশি ৷ কিন্তু কোনও গ্রামেই পরিস্রুত পানীয় জলের কোনও ব্যবস্থা নেই ৷ নলকূপ দিয়ে যে জল ওঠে, তা পানের অযোগ্য ৷ ফলে বাসিন্দাদের প্রায় 5 কিলোমিটার দূরে লক্ষ্মীপুর থেকে আর্সেনিকমুক্ত পানীয় জল নিয়ে আসতে হয় ৷ এতে একদিকে যেমন সময়ের অপচয় হয় ৷ অন্যদিকে একই কল থেকে প্রচুর মানুষ জল নেওয়ায় ঝামেলাও বাড়ে ৷