পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Soil Mafia in Malda : হরিশ্চন্দ্রপুর 1নং ব্লক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির বিরুদ্ধে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগ - Harishchandrapur 1 Block Panchayat Samiti Vice President Illegally Cutting Soil

বেআইনিভাবে চাষের জমি থেকে মাটি কাটার অভিযোগ ৷ হরিশচন্দ্রপুর 1নং ব্লকের ঘটনায় পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে (Harishchandrapur 1 Block Panchayat Samiti Vice-President Illegally Cutting Soil) ৷ অভিযোগ, স্থানীয় এক কৃষকের জমি থেকে 2 ফুটের বদল 4 ফুট মাটি কাটা হয়েছে ৷ যদিও, অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সমিতির সহ-সভপতি ৷

Harishchandrapur 1 Block Panchayat Samiti Vice-President Illegally Cutting Soil
Harishchandrapur 1 Block Panchayat Samiti Vice-President Illegally Cutting Soil

By

Published : Apr 15, 2022, 1:23 PM IST

মালদা, 15 এপ্রিল : মাটি মাফিয়ার তালিকায় এবার নাম জড়াল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির (Harishchandrapur 1 Block Panchayat Samiti Vice-President Illegally Cutting Soil)। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন শাসকদলের ওই পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি । হরিশ্চন্দ্রপুর 1নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামের বাসিন্দা পারভিন বানু ৷ চাষের জন্য তাঁর 2 বিঘা জমিতে থেকে দু’ফুট করে মাটি কাটার কথা ছিল ৷ অভিযোগ, সেই জমি থেকে দু’ফুটের বদলে চার ফুট করে মাটি কেটে নেওয়া হচ্ছে ৷ বাধা দিতে গেলে কর্মীদের সঙ্গে শুরু হয় গন্ডগোল ৷

এই কাজের পেছনে হরিশ্চন্দ্রপুর 1 নং ব্লক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ফেসান আলির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন ওই মহিলা ৷ পাশাপাশি আরও অভিযোগ উঠেছে, বিষয়টি নিয়ে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতিকে বলতে গেলে হুমকি দেওয়া হচ্ছে ৷ যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ফেসান আলি ৷

পারভিন বানু বলেন, “কথা হয়েছিল 2 বিঘা জমিতে দু’ফুট করে মাটি কাটা হবে ৷ পাশের জমিতে 2 ফুট মাটি কেটেছে ৷ কিন্তু, আমাদের জমিতে চার ফুট করে মাটি কেটে নেওয়া হয়েছে ৷ এভাবে মাটি কাটলে এই জমিতে আর ফসল হবে না ৷ আমরা চাই আমাদের জমিতে মাটি ফিরিয়ে দেওয়া হোক ৷’’

আরও পড়ুন : মাটি পাচারে আটক চার ট্রাক্টর

ঘটনা প্রসঙ্গে বিজেপির জেলা সাধারণ সম্পাদক কিষাণ কেডিয়া বলেন, “শুনতে পেলাম হরিশ্চন্দ্রপুর 1নং ব্লক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নাকি অবৈধভাবে মাটি কাটছেন ৷ বিষয়টি প্রশাসনের দেখা উচিত ৷ কিন্তু, সমস্যা হচ্ছে জেলা ও পুলিশ প্রশাসনও শাসকদলের কাছে বাঁধা ৷ তাই প্রশাসনও কিছু করতে পারছে না ৷ এই সরকারের আমলে জমির চরিত্র পরিবর্তন হচ্ছে ৷ একজনের জমি অন্য জনের নামে হয়ে যাচ্ছে ৷ কাটমানি ছাড়া এই সরকারের আমলে কোনও কাজ হয় না ৷ মানুষ এর জবাব দেবে ৷’’

আরও পড়ুন : মাটি মাফিয়াদের হাতে আক্রান্ত বাবা ও ছেলে

তৃণমূলের অঞ্চল সভাপতি তথা বন ও ভূমি কর্মাধ্যক্ষ আদিত্য মিশ্র বলেন, “এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি ৷ যদি এমন ঘটনা ঘটে থাকে তবে, প্রশাসন তদন্ত করবে ৷ তদন্তে যদি আমাদের দলের কোনও নেতৃত্ব জড়িয়ে থাকেন ৷ তবে, আইন নিজের মতো ব্যবস্থা নেবে ৷ দলগতভাবেও ব্যবস্থা নেওয়া হবে ৷ মাটি মাফিয়াদের রুখতে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে ৷ এখন মাটি কাটা অনেক কমেছে ৷” উল্লেখ্য, গতকালই মাটি মাফিয়া নিয়ে সরব হয়েছিলেন রতুয়া বিধানসভার বিধায়ক সমর মুখোপাধ্যয় ৷ দলীয় কর্মীদের হুঁশিয়ারি দিয়েছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিনও ৷ আর তার একদিনের মধ্যেই মাটি মাফিয়া চক্রে নাম উঠে এল শাসকদলের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details