পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 1, 2021, 8:02 PM IST

ETV Bharat / city

Police Station: মালদায় নতুন থানা নির্মাণে সায় রাজ্যের, এলাকা পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার

এই মুহূর্তে মালদায় 16টি থানায় রয়েছে ৷ এর মধ্যে রয়েছে ইংরেজবাজার মহিলা থানা এবং সাইবার ক্রাইম থানাও ৷ কিন্তু জেলার ভৌগলিক অবস্থান, অপরাধমূলক কাজকর্ম, শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণের দিকটি খতিয়ে দেখে বছর দুয়েক আগে জেলা পুলিশ প্রশাসন, গাজল, হরিশচন্দ্রপুর, চাঁচল এবং কালিয়াচক—এই 4 থানাকে ভেঙে 5টি নতুন থানা তৈরি করার প্রস্তাব পাঠায় রাজ্যকে ৷

government-possibly-moves-forward-to-build-new-police-stations
এলাকা পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার

মালদা, 1 নভেম্বর: মালদায় নতুন পাঁচটি থানা স্থাপনের প্রস্তাবে অবশেষে সবুজ সঙ্কেত মিলল । সরকারের তরফে এনিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে বলে সম্প্রতি জানিয়েছিলেন রাজ্য পুলিশের শীর্ষ স্তরের এক কর্তা । তার পরবর্তী পদক্ষেপ হিসেবে সোমবার জেলায় দেখা মিলল অতিরিক্ত পুলিশ সুপার অমিতকুমার সাউয়ের । থানা নির্মাণের জন্য তিনি জমি পরিদর্শন করতে এসেছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।

জেলায় আরও পাঁচটি থানা নির্মাণের জন্য রাজ্যকে প্রস্তাব দিয়েছিলেন মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া । তার বাস্তবায়নেই এদিন অতিরিক্ত পুলিশ সুপার জমি পরিদর্শনে আসেন বলে জানা গিয়েছে । হরিশচন্দ্রপুরের তুপলসিহাটা এলাকা পরিদর্শন করেন তিনি । তিনি দু’টি জমি পরিদর্শন করেন বলে খবর ৷ তাঁর সঙ্গে ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস, তুলসিহাটা ব্যবসায়ী সমিতির সম্পাদক বিনোদ গুপ্ত, স্থানীয় জেলা পরিষদ সদস্য সন্তোষ চৌধুরী-সহ বেশ কয়েকজন ।

আরও পড়ুন:Sukanta Mazumdar : মুখ্যমন্ত্রীর সমালোচনা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য সুকান্তর

অমিতবাবু থানার জন্য জমি পরিদর্শনেই এসেছিলেন, নাকি অন্য কারণে, পুলিশের তরফে তা নিয়ে পরিষ্কার ভাবে কিছু বলা হয়নি যদিও । তবে বিনোদবাবু বলেন, ‘‘অতিরিক্ত পুলিশ সুপার এববং হরিশচন্দ্রপুর থানার আইসি তুলসিহাটা পরিদর্শন করলেন ৷ অনেক দিন ধরে এখানে থানা নির্মাণের দাবি জানিয়ে আসছি আমরা ৷ 2017 সালে সেই নিয়ে চিঠিও জমা দিয়েছিলাম ৷ অবশেষে উদ্যোগ শুরু হল ৷ পুলিশ সুপারকে আমরা বলেছি যে, থানার জন্য জায়গার ব্যবস্থা আমরাই করে দেব ৷ কারণ থানা হলে, বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের মানুষের খুব সুবিধে হবে ৷ প্রায় 50 কিলোমিটার এলাকায় নজরদারি করা যাবে ৷ বিহার সংলগ্ন এলাকায় সমাজবিরোধী কাজকর্ম কমবে, চুরি, ছিনতাই, মাদক কারবার আটকানো সম্ভব হবে ৷’’

এই মুহূর্তে মালদায় 16টি থানায় রয়েছে ৷ এর মধ্যে রয়েছে ইংরেজবাজার মহিলা থানা এবং সাইবার ক্রাইম থানাও ৷ কিন্তু জেলার ভৌগলিক অবস্থান, অপরাধমূলক কাজকর্ম, শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণের দিকটি খতিয়ে দেখে বছর দুয়েক আগে জেলা পুলিশ প্রশাসন, গাজল, হরিশচন্দ্রপুর, চাঁচল এবং কালিয়াচক—এই 4 থানাকে ভেঙে 5টি নতুন থানা তৈরি করার প্রস্তাব পাঠায় রাজ্যকে ৷ এর মধ্যে হরিশ্চন্দ্রপুর থানাকে ভেঙে তুলসিহাটা এবং ভালুকা থানা নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছিল ৷ রাজ্য সমস্ত প্রস্তাবে সায় দিয়েছে কি না, তা যদিও এখনও পর্যন্ত স্পষ্ট নয় ৷

আরও পড়ুন:School Reopen: বন্ধ স্কুলে মদের আসর, তালা খুলতেই চক্ষু চড়কগাছ প্রধান শিক্ষকের

ABOUT THE AUTHOR

...view details