পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Fraud allegation against Bank: কয়েক কোটির জালিয়াতির অভিযোগ, রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকে বিক্ষোভ - জালিাতির অভিযোগ রাষ্ট্রায়াত্ব ব্য়াঙ্কের কাস্টমার সার্ভিস পয়েন্টের বিরুদ্ধে

গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্টের বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের ম্যানেজারকে ব্যাংকে আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রাহকরা (Fraud Allegation Against Bank Customer Service Point)।

Fraud Allegation Against Bank
জালিাতির অভিযোগ রাষ্ট্রায়াত্ব ব্য়াঙ্কের কাস্টমার সার্ভিস পয়েন্টের বিরুদ্ধে

By

Published : Jul 7, 2022, 2:37 PM IST

রতুয়া, 7 জুলাই:গ্রাহকদের নামে ঋণ নিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের সিএসপির তথা ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্টের বিরুদ্ধে । বুধবার গভীর রাত পর্যন্ত ওই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের ম্যানেজারকে ব্যাংকে আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রাহকরা । পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । রতুয়া থানার সামসী এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে (Fraud Allegation Against Bank Customer Service Point) ।

অভিযোগ, সামসীতে পঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফ ইন্ডিয়ার একটি কাস্টমার সার্ভিস পয়েন্ট রয়েছে । ব্যাংকের সামসী শাখা থেকে ওই কাস্টমার সার্ভিস পয়েন্ট ব্যাংক বেশ কিছুটা দূরে । সিএসপির ম্যানেজার ছিলেন এলাকারই দুর্জয় শর্মা নামে এক ব্যক্তি । গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধেই । সিএসপির গ্রাহক সীমা চৌধুরি অভিযোগ, ‘এই সিএসপিতে আমার মতো অনেকেই টাকা জমাতেন । হঠাৎ আমরা জানতে পারি, আমরা নাকি ব্যাংক থেকে মোটা অংকের টাকা ঋণ নিয়েছি । অথচ আমরা এক পয়সাও ঋণ নিইনি । সব ঘটনা ঘটিয়েছে দুর্জয় শর্মা। সে’ই আমাদের নামে ব্যাংক থেকে ঋণ তুলেছে। বিষয়টি জানাজানি হলে 10 দিন ধরে ও এলাকা ছেড়ে পালিয়েছে। আমরা এর বিচার চাই।’

জালিয়াতির অভিযোগ রাষ্ট্রায়াত্ব ব্য়াঙ্কের কাস্টমার সার্ভিস পয়েন্টের বিরুদ্ধে

আরও পড়ুন: 472 কোটির ব্যাঙ্ক জালিয়াতি, আম্রপালি ডেভেলপারসের তিন ডিরেক্টর গ্রেফতার

তাঁর বক্তব্যের রেশ টেনে ব্যাঙ্কের আরেক গ্রাহক সুলতান শেখের অভিযোগ, ‘হঠাৎ ব্যাংকের লোক আমার বাড়িতে যায় । আমি নাকি ব্যাংক থেকে ঋণ নিয়েছি । আমি আকাশ থেকে পড়ি । ক’দিন আগে সরকারি প্রকল্পের 20 হাজার টাকা আমার অ্যাকাউন্টে ঢুকেছিল । ব্যাঙ্কে গিয়ে দেখি সেই টাকা উধাও । উলটে আমার নামে 80 হাজার টাকা ঋণ দেখাচ্ছে । আমরা এই ঘটনায় উপযুক্ত তদন্তের দাবি জানাচ্ছি ।’

ম্যানেজার রজত কুমার বলেন, "এই ঘটনায় আমরা বিভাগীয় তদন্ত শুরু করে দিয়েছি । গ্রাহকরা ঋণ না নিয়ে থাকলে তদন্তেই তা ধরা পড়বে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details