রতুয়া, 7 জুলাই:গ্রাহকদের নামে ঋণ নিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের সিএসপির তথা ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্টের বিরুদ্ধে । বুধবার গভীর রাত পর্যন্ত ওই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের ম্যানেজারকে ব্যাংকে আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রাহকরা । পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । রতুয়া থানার সামসী এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে (Fraud Allegation Against Bank Customer Service Point) ।
অভিযোগ, সামসীতে পঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফ ইন্ডিয়ার একটি কাস্টমার সার্ভিস পয়েন্ট রয়েছে । ব্যাংকের সামসী শাখা থেকে ওই কাস্টমার সার্ভিস পয়েন্ট ব্যাংক বেশ কিছুটা দূরে । সিএসপির ম্যানেজার ছিলেন এলাকারই দুর্জয় শর্মা নামে এক ব্যক্তি । গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধেই । সিএসপির গ্রাহক সীমা চৌধুরি অভিযোগ, ‘এই সিএসপিতে আমার মতো অনেকেই টাকা জমাতেন । হঠাৎ আমরা জানতে পারি, আমরা নাকি ব্যাংক থেকে মোটা অংকের টাকা ঋণ নিয়েছি । অথচ আমরা এক পয়সাও ঋণ নিইনি । সব ঘটনা ঘটিয়েছে দুর্জয় শর্মা। সে’ই আমাদের নামে ব্যাংক থেকে ঋণ তুলেছে। বিষয়টি জানাজানি হলে 10 দিন ধরে ও এলাকা ছেড়ে পালিয়েছে। আমরা এর বিচার চাই।’